এক কথাই আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি,
তাদের মাঝে শতকরা ৯৫%ই আন্ড্রয়েড।
আর আমরা অনেক সময় নানা রকম ফাইল নিয়ে বিপদে পড়ি।
মানে,কিছু গুরুত্বপূর্ণ এমন ফাইল ও থাকে
আমাদের মোবাইলে যা মাঝে মাঝে সবাইকে দেখানো যায় না।
যেমন: Girlfriend বা Boyfriend ছবি সহ আরো কত কি।।তেমনি এই সব ফাইল আমরা ইচ্ছামত প্রাইভেট জায়গায় রেখে দেখতে পারি।আন্ড্রয়েড এর ছোট এপের মাধ্যমে।
এপের নাম-File Locker
সাইজ-205kb
আর এই এপ চলবে আন্ড্রয়েড ভার্সন২.৩.৫থেকে ৬.০.১।
প্রথমে,স্কিনশট দেখুন,,,
তারপর কিভাবে লক করবেন তা দেখুন,,
যেই ফাইল লক করবেন অই ফাইল খুজে সিলেক্ট করুন।
অইযে যেই ফাইল লক করলেন তা নিচের স্কিনশটের মত লাল হয়ে থাকবে।
তারপর আবার অই ফাইল আনলক করতে আপনি যেই নাম্বার দিয়ে লক করেছেন সেই নাম্বার দিন নিচের স্কিনশটের মত।
তো আর কি এবার ইনজয় করুন আর মজা নিন ওকে।।
আর যেকোনো প্রয়জনে আমি ফেসবুকে।আর আমার সাইটে সময় পেলে ঘুরে আসবেন।।
ধন্যবাদ সবাইকে কষ্টকরে পড়ার জন্য।