Site icon Trickbd.com

ফিরিয়ে আনুন আপনার মোবাইলের হারিয়ে যাওয়া সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল

মেমরি কার্ড অথবা পেনড্রাইভ যাই বলিনা কেন এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ স্টোরেজ। কারণ এতে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল জমা থাকে এবং যখন তখন আপনি এতে ফাইল স্টোর করে রাখতে পারেন। কিন্তু কখনো কখনো আমাদের একটু ভুলের কারণে সব ডাটা ডিলিট হয়ে যেতে পারে।তাই আমার আজকের এপসটি আপনার গুরুত্বপূর্ণ ফাইল আর হারাতে দেবে না। আপনার ডিলিট হওয়া ফাইল গুলা খুব সহজে ফিরিয়ে আনেন। এবং এর জন্য আপনার ফোন রুট থাকার ও কোন দরকার নেই।

অ্যাপ টি আজ আপডেট হয়েছে।একদম প্রিমিয়াম ভার্সন তাই পাচ্ছেন অনেক বেশি ফিচার।

App Name: Premium Card Recovery

Size: 4 Mb

আমাদের ফোন অনেক ফাইল থাকে যে গুলা খুব দরকারি এবং অনেক সময় দেখা যায় ফোন টিপ তে দিয়ে অথবা কোন অ্যাপ ব্যবহার করতে গিয়ে অনেক দরকারি ফাইল ডিলিট হয়ে যায়।তখন স্বাভাবিক ভাবেই আপনার মন খারাপ হয়ে।

কিন্তু এই ফাইল ফিরিয়ে আনার কি কোন উপায় আছে? নিশ্চয় আছে এই অ্যাপ টি ফোনে ইন্সটল করুন। আর আপনাকে কিছু করতে হবে না।ফাইল গুলা ডিলিট হয়ে গেলেও কোন চিন্তা নেই।আপনি এই অ্যাপ এর মধ্যে থেকে সব গুলা ফাইল ফেরত পাবেন।

আরো কিছু ফিচারঃ

-রুট লাগবে না

-নেট কানেকশন এর কোন দরকার নেই

-Dropbox,Google drive থেকে ও ব্যাকআপ করতে পারবেন

-pdf, mp3, doc, avi, mp4, jpg, png, rar, ogg, txt সব ডিলিট হওয়া ফাইল ফেরত পাবেন

-uninstall করে দেওয়া অ্যাপ ও আপনি recover করতে পারবেন

আরো অনেক ফিচার।নিজেই ব্যবহার করে দেখে নিনঃ

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Note: লিংকে প্রবেশের পর নিচে Free Download  এ ক্লিক করুন তারপর কোড বসিয়ে 10 Second Wait করে Create Download Link থেকে  ডাওনলোড করে ফেলুন।

ভাল থাকবেন সবাই।