Site icon Trickbd.com

বিশ্বের সবচেয়ে ছোট স্ক্রিনের ফোন বাজারে [সবাই দেখুন]

mobile আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই?

আশা করি সবাই আল্লাহ তায়ালার রহমতে অনেক ভালো আছেন।
২০১৭ সালের এটি আমার প্রথম পোস্ট।
*এই পোস্টটি আমি কম্পিউটার দিয়ে করেছি। তাই যদি কোন ভূল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমাপ্রাত্থী।

*বিশ্বের সবচেয়ে ছোট স্কিনের টাচফোন বাজারে নিয়ে এসেছে মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থা ভিফোন। এখন পর্যন্ত এই ফোনটিই বিশ্বের সবচেয়ে ছোট স্কিনের টাচফোন।১.৫৪ ইঞ্চির ২.৫ ডি কার্ভড স্ক্রিনের এই ফোনটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে ছোট টাচস্ক্রিনের ফোন। স্মার্টফোন কেনার ক্ষেত্রে অনেকেই এখন একটু বড় স্কিনের মোবাইল ফোন পছন্দ করেন। এবং সেভাবেই ফোন কিনেন। ইন্টারনেট ব্রাউজিং, সিনেমা দেখা, গেম খেলা সব কাজ যেন আরামদায়কভাবে করা যায়। এসব বিষয় মাথায় রেখেই আইফোনের সাইজেও পরিবর্তন নিয়ে আসা হয়েছিল।আইফোনের সাইজ বড় করে ৫.৫ ইঞ্চি স্কিনের করে তৈরি করা হয়েছিল।কিন্তু এটি তেমন জনপ্রিয়তা পায়নি।তাই আইফোন SE মডেলের মাধ্যমে আবার চার ইঞ্চির স্ক্রিনে ফেরত এসেছে অ্যাপল।

 

ফেসবুকে আমি