শুভ বিকাল বন্ধুরা,
শিরোনাম দেখে হয়তো বুঝে গেছেন,আমি কি বলতে চেয়েছি।
আজকের সমস্যা:Android Apk Perse Error while Installing
চলুন কারণ টা জেনে নেই…..
এই সমস্যাটি 2 টি কারণে হয়ে থাকে।
প্রথম সমস্যা:
মনে করেন আপনি Apk File ডাউনলোড দিয়েছেন….আর Apk File টি সম্পূর্ণ নামলো না,অর্থাৎ অর্ধেক ডাউনলোড হলো।আর এখন আপনি File টি install দিতে গেলে perse error দেখাবে।
Full Download না হওয়ার জন্য এই perse error আমরা Solve করতে পারবো না।
দ্বিতীয় সমস্যা:
এটা হয়,তখন যখন Full apk file ডাউনলোড হবার পর ও install দিতে গিয়ে দেখলেন perse error ।
আমি Lolipop User,কিছু কিছু সময় আমার ফোন থেকে অন্য ফোনে Apk file shareit এ করে দিলে এই Problem এর সম্মুখীন হই।
নিচের Screenshot টি দেখুন।
তাহলে এটা হবার কারণ কী?
সমস্যাটা আমাদের ফোন এর SDK version এর।App developer Company গুলো যেই Minimum SDK version চাই,তা আমাদের ফোন এর SDK version এর চেয়ে High হলে এই Problem হয়।
সমস্যার সমাধান:::
আমরা তো আর আমাদের ফোন এর SDK version Update বা Change করতে পারবো না,কিংবা Letest smartphone ও কিনা সম্ভব নয়।
কিন্তু আমরা তো App Developer হয়ে পারি।
হ্যা ApK file টাকে Edit করে minimum sdk version টা কমিয়ে দিতে পারি।
তাহলে চলো শুরু করি।
যা যা লাগবে App Developer হতে….
2.perse error হচ্ছে এমন একটা Apk File(আমি এই file টা দিচ্ছি না,কারণ আপনার ফোন এ এই problem নাও হতে পারে।)
Apk Editor
অথবা, premimum version নিচে দিলাম।
Apk Editor Pro
Download and install Apk editor
Step:01
Open Apk Editor Pro
Tap on “Select An Apk File”
{এখন আপনার perse error দেখানো apk file টি file manager এ যেখানে আছে,সেখানে গিয়ে ওই Apk টার উপর Tap করুন।}
নিচের মতো ৩টি Option পাবেন।
Full Edit” এ tap করুন।
নিচের মতো Window আসবে।নিচের দিকে “manifest” এ tap করুন।
এবার Search Box এ tap করে SDK লিখে search করুন।
মনযোগ সহকারে,দেখুন…
এমন লেখা থাকবে।তবে 23 এর জায়গায় অন্য সংখা থাকতে পারে।
আপনি শুধু Screenshot এর মতো প্রথম সংখাকে 14এবং দ্বিতীয়টাকে 22 এ পরিবর্তন করবেন।[শুধুমাত্র সংখা change করবেন ,অন্য কিছু নয়।এবার Save এ tap করুন।]
উপরের দিকে আর একটি Save button পাবেন,ওইটাই tap করুন।
এখন Apk Composs হবে,শেষ না হওয়া পর্যন্ত Wait করুন।
শেষ হলে Install ও Close button আসবে।Install এ tap করুন।
দেখুন এবার Install লেখা এসেছে,আর perse error উধাও
Install এ tap করুন।
Install না নিলে Phone বন্ধ করে অন করুন।File manager এ গিয়ে Apk Editor folder এ যান । Apk File টি আবার Install দেওয়ার Try করুন।
Wow Wow Wow…problem Solved
আপনাদের সুবিধার জন্য নিচে বাংলা Video Tutorial দিলাম।
বাংলা ভিডিও টিউটোরিয়াল(আমার তৈরী) আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।প্রযুক্তির সাথে থাকুন,TrickBD এর সাথে থাকুন।Post টি ভাল লাগলে আমার তৈরী Video Tutorial টি দেখতে পারেন।
আল্লাহ সর্বশক্তিমান।