আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজ দেখাবো একটা Awesome Trick, যার দ্বারা আপনারা প্লে ষ্টোর থেকে ডাউনলোডকৃত অ্যাপ খুব সহজে ব্যাকআপ করতে পারবেন।
1. ES File Explorer Pro (গুগলে সার্চ করলে পেয়ে যাবেন।
2.সামান্য জ্ঞান।
কাজের ধারাঃ
প্রথমে ES File Explorer Pro ওপেন করুন।
এবার
এখন Library তে ক্লিক করে অ্যাপ এ ক্লিক করুন।
এখন যে যে অ্যাপ ব্যাকআপ করতে চান, তার ওপর চাপ দিয়ে সিলেক্ট করুন। এবার
এখন SD-CARD>backups>
apps এ অ্যাপটি/অ্যাপগুলো পাবেন।
Ok, সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।