Site icon Trickbd.com

[Tutorial][Solution] যাদের Airtel সিমে কোনো Opera Mini চলছে না তারা সমাধান নিয়ে যান। by Riadrox

Unnamed

[Tutorial][Solution] যাদের Airtel সিমে কোনো Opera Mini চলছে না তারা সমাধান নিয়ে যান। by Riadrox


Intro

## ট্রিকবিডিকে ধন্যবাদ।

## পৃথীবিতে আলো আছে তাই অন্ধকারও আছে । ভালো আছে, আছে মন্দ। সত্য আছে, আবার মিথ্যাও আছে। তাই ধরে নেওয়াই যায় ভালো মানুষের পাশাপাশি মন্দ মানুষ।

ভুল!

## মানুষ বহু ক্যাটাগরির হয়। যেমনঃ কেউ ভালো, কেউ অতি ভাল, কেউ ফেরেশতা টাইপ, অন্যদিকে কেউ খারাপ, কেউ অতি খারাপ, কেউ শয়তান এর স্বভাবী।

মানুষের আচরণ তাকে এইসব ক্যাটগরির কোন পর্যায়ে পড়ে তা বলে দেয়। বিশ্বাস না হলে ট্রিকবিডি থেকেই এই ধরনের ক্যাটাগরির লোক পাবেন।

## সে যাই হোক। আসি মূল কথায়।


Airtel Sim এ Opera Mini চলছে না।

## Airtel – ওপেরা মিনির সার্ভার বেশ কয়েকদিন আগে বন্ধ করে দিয়েছে।(সবার না) সো ওপেরা মিনি চালানো যায় না, ইনস্টল করাও যায় না।

## এই সমস্যার একবারে খাঁটি সমাধান আছে। সেটা হলো কাঁটা দিয়ে কাঁটা তোলার মত।

## এর মানে Opera Max দিয়ে Opera Mini চালানো।


কিভাবে কি করবেন?

১) প্রথমে Opera Max Latest ডাউনলোড করে নিন।

২) ওপন করুন। নিচের মত আসবে।

৩) Protect লেখায় ক্লিক করুন। একটা কনফার্মেশন উইন্ডো দেখতে পাবেন।

৪) টিক দিয়ে ওকে করুন। কানেকটেড হলে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।

৫) এবার যেকোনো ওপেরা মিনি, ওপেরা, ওপেরা Old সব চালান সেই আগের গতিতে।

————————————————–

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

সবাইকে ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: Riadrox on FB