Site icon Trickbd.com

Obb ফাইলের গেম গুলো খেলতে পারছেন না?কি ভাবে obb port করতে হয়?জানুন খুব সহজে। [by- Shaheen]

Unnamed

আসসালামু আলাইকুম

আশা করি সবায় ভাল আছেন। এবং ট্রিকবিডি এর সাথে আছেন। আজ আমি হাজির হলাম obb ফাইল যুক্ত গেম গুলো কিভাবে খেলবেন এই নিয়ে।


পোস্ট শুরু করতে যা যা লাগবে:

আমি ধরে নিয়েছি আপনার কাছে এই ফাইল গুলো আছে। এখন নিচের মতো করে কাজ করুন।

১: প্রথমে আপনার অ্যাপ মানে গেম টি ওপেন করবেন তারপর যদি obb ফাইল Download করতে বলে তাহলে খুবিই ভাল। যদি গেম open করার সাথে সাথে verified বলে, গেম চলে না বা crused হয় তাহলে “২” নং tips আপনার জন্য নয়।

২: আপনি Download with mobile data/wifi যেকোনো একটি select করবেন।দেখবেন Download শুরু হবে।ভাই খারান নিজের নেট কে বাশ দিয়েন না।500kb-1mb Download হলে গেম থেকে বের হয়ে আসবেন।এবং গেম অ্যাপ Option এ গিয়ে force stop +clear data দিয়ে রেখে দিবেন। এবং নেট connection off করে দিবেন।

৩: এখন দেখুন আপনার ফোন এ SD card বা Internal এ Android >Obb>com.gameloft.Gloft(gamelof এর জায়গাই অন্য কিছু হতে পারে কিন্তু gameloft গেম হলে এমন আসবে) এই type এর একটি ফোল্ডার খুলেছে।অনেক গুলো ফোল্ডার থাকলে ফোল্ডার ডিটেলস দেখুন (created time দেখুন)সর্বশেষ কোন ফোল্ডার খুলেছে।এবং ঐ ফোল্ডার খুলে দেখুন আপনার গেম থেকে Download করা 500kb-1mb ঐ মেমরি আছে কি না। থাকলে delete করে দিন।

যাদের গেম open করলে verified বলে তাদের ফোল্ডার খুলে নিতে হবে।কি ভাবে খুলবেন?আপনি প্রথমে google এ search দিয়ে ফোল্ডার নাম বের করে খুলে নিবেন, না পারলে comment।

৪: এখন ঐ ফোল্ডার এ আপনার Download করা obb ফাইলটি Download করা ফোল্ডার থেকে প্রথমে patch123… টা move করবেন।তারপর main patch123… টা move করবেন।

বি.দ্র: এই obb ফোল্ডার Internal বা SD card এ খুলতে পারে।এটা নির্ভর করে আপনার stroge setting এর উপর।তাই internal এ obb move/ Obb port করার পর, না চললে SD card এ obb port করে দেখুন চলে কি না।

চলছে না:-

এতো কিছু করার পর গেম না চলার কারন:-


মন্তব্য: যারা এখনো বুঝতে পারেননি তারা কমেন্ট করুন।

সম্পূর্ণ ক্রেডিটঃ Shaheen
Message: Shaheen on FB

এই পোস্ট অন্য কোথাও করা হয় নিই।ট্রিকবিডিতেই প্রথম প্রকাশ। তাই আমার পোস্ট কেউ কপি করার চেষ্টা করবেন না (করাতো দূরে থাক)। যদি অন্য কোথাও পোস্ট করতে চান তাহলে আমার অনুমতি নিয়ে করবেন এবং ক্রেডিট সহ দিবেন। ধন্যবাদ।