আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই?? আশা করি ভালই।।
যাই হোক,,আমি এতোদিন ব্যস্ত থাকায় ট্রিকবিডি তে ঠিকমতো আসতে পারি নি,,,,
কিন্তু আজ থেকে আমি আবারও চলে এসেছি,,,
তো আর কথা বাড়াব না কাজের কথায় আসি।।।
,
এখন এন্ড্রয়েডফোন নেই এমন মানুষ হইত খুজে পাওয়া যাবে না,,,,,
আবার যাদের এন্ড্রোয়েড ফোন আসে তারা কিছু সমস্যায় নিয়মিতভাবেই পড়েন,,,
মোবাইলে চার্জ না থাকা তাদের মধ্যে অন্যতম এবং এটিই সবচেয়ে আমার মতে গুরুতর।।।
তো যাইহোক আমি আজকে টিউনটি নিয়ে এসেছি এটির সমাধানের জন্য,,
কিন্তু এ টপিক অনুযায়ী কাজ করলে আপনার চার্জ একটু হলে ও বেশি ব্যকআপ দিবে,,,
তো চলুন দেখে নিই সেগুলো কি কি ::
১.Live wallpaper ব্যবহার করবেন না।
২.মোবাইলে Homesceen এ বেশি widgets ব্যবহার করবেন না ।
৩.চার্জ 25 এর কম হলে চার্জ দিবেন।
৪.কখনো চার্জ দিয়ে মোবাইল চালাবেন না ,তাহলে মোবাইলের ব্যাটারির উপর প্রভাব পড়বে। আর কখনওই একবারে চার্জ শেষ করবেন না বা অতিরিক্ত চার্জ দিবেন না নাহলে ব্যাটারির উপর খারাপ প্রভাব পড়বে ।
৫.আপনার ডাউনলোড করা apps গুলো যদি রানিং এ থাকে তাহলে তাহলে সেগুলো স্টপ করবেন,যেভাবে করবেন : settings →Application→running Application… আর মোবাইলের কিছু অপ্রয়োজনীয় apps running এ থাকলে সেগুলো ও স্টপ করে দিবেন এতে কোন সমস্যা হবে না । হলে মোবাইল অপ করে অন করবেন তাহলেই ঠিক হয়ে যাবে ।
৬.কখনওই কোন apps কে হোম বাটন টিপ দিয়ে বের হবেন না ।তাহলে সেটি ব্যাকগ্রাউন্ড এ চলতে থাকবে। আপনি exit করে বের হবেন।
৭.মোবাইলের স্ক্রিন উজ্জ্বলতা কমিয়ে রাখবেন।
৮.ওয়াইফাই,অটো রোটেশন,ব্লুতুথ সবসময় অন না রাখাই ভালো।
এভাবে নিয়ম মেনে চললে আপনি আপনার মোবাইলে চার্জ বাঁচাতে পারবেন, ফলে সেটি বেশিক্ষন টিকে থাকবে।
পরিশেষে একটা কথায় বলতে চায়,,,,যদি পোষ্টটি কারোর কাছে খারাপ লাগে তবে ক্ষমাস্বরুপ দৃষ্টিতে দেখবেন,,,দয়া করে খারাপ কমেন্ট করবেন না,,,
সময় পেলে ঘুরে আসবেন আমার সাইটটি…