এই টিউনটির জন্য আপনাকে আমার লিখা আগের টিউনটি পড়তে হবে।
য়ে নিন একটি আমেরিকান (+1) ফোন নাম্বার, যা হয়ত আপনি অনেকদিন ধরে খুঁজছেন। Make & Receive
ঐ এপ থেকে পেয়ে গেলেন আপনার কাঙ্গিত US নাম্বার। এখন ধরুন আপনি Whatsapp একাউন্ট খুলবেন। এজন্য আপনাকে হয় Whatsapp এ গিয়ে Change My Number অপশনে গিয়ে নাম্বার চেঞ্জ করতে হবে না হয় Settings>App setting এ গিয়ে whatsapp এর ডাটা ক্লিয়ার করে দিতে হবে। আমরা ডাটা ক্লিয়ার করেই কাজ করব।
So, দেখে নিন কিভাবে কাজ করবেন
- Whatsapp এর Data Clear করে দিন।
- Whatsappp ওপেন করুন।
- আপনারা নিশ্চয় গত টিউনটি পরেছেন (উপরে লিঙ্ক দেয়া আছে)। এখন Telos App টি ওপেন রাখুন এবং ইন্টারনেট সংযোগ রাখুন।
- Whatsapp ওপেন করলে ফোন নাম্বার চাইবে। এখানে আপনি Country এর জায়গায় United State সিলেক্ট করুন।দেখবেন +1 দেখাবে।
- এখন Telos App থেকে আপনি যে নাম্বার পেয়েছেন সেটি বসান (+1 বাদে)। Next এ ক্লিক করেন।
- Edit এবং Ok লেখা আসবে। Ok তে ক্লিক করেন।
- দেখবেন ৪ মিনিটের টাইমআউট আসবে, এবং কোড বসানুর box আসবে।
- কিছুক্ষন আপেক্ষা করে telos app ওপেন করুন। Message এ whatsapp এর বেরিফিকেশন কোডটি পেয়ে যাবেন।
- যদি না পান তাহলে ৪ মিনিট পর Whatsapp এ লেখা দেখবেন Call Me । এখান থেকে আপনি Call Me তে ক্লিক করবেন। আপনার ফোনে কল আসবে। কোড বলবে। সেটি বসিয়ে দিন।
- দেখবেন আপনার Whatsapp এর একাউন্ট American নাম্বার এ হয়ে গেসে।
Error: “This is not a valid Number for the country: United States.” আসলে বুঝতে হবে এই নাম্বার দিয়ে হবে না। এর জন্য আপনাকে আরেকটি নাম্বার বেচে নিতে হবে। ভাল হয় Telos থেকে নাম্বার নেয়ার আগে সেটি যদি আপনি Whatsapp এর মধ্যে check করে নেন। তবে অন্য এপে Facebook, Imo, Viber এ এরকম প্রবলেম হবে না।
কোন সমস্যা হলে ফেসবুকে আমি।