[NoRoot][Trick] Safe Mode কি? এর প্রয়োজনীয়তা কি? কিভাবে Safe Mode এ যাবেন? – বিস্তারিত। – by Riadrox
Intro
## ট্রিকবিডির সবাইকে ধন্যবাদ।
## সার্চ করে দেখলাম, Safe Mode নিয়ে ট্রিকবিডিতে কেউ পোস্ট করেনি। কিন্তু এটা সম্পর্কে জানা খুব জরুরি।
## অনেক কষ্টে লিখলাম, আশা করি ভাল লাগবে।
Safe Mode কি?
# Safe Mode – যে মোডে বা অবস্থায় আপনি সেইফ বা সুরক্ষিত থাকবেন।
দুঃখিত! এখানে আপনি না আপনার ফোন সুরক্ষিত থাকবে।
## প্রায় সকল এনড্রয়েড ফোনেই এই ফিচার দেওয়া আছে। আর আমরা অনেকেই জানি না, যারা জানি তারা এর প্রয়োজনীয়তা সম্পর্কে অজ্ঞ।
## Safe Mode এ যেতে হলে আপনাকে ফোন একটা বিশেষ উপায়ে রিস্টার্ট করতে হবে।
## রিস্টার্ট হলে স্ক্রিনের বাম পাশে নিচে ” Safe Mode ” লেখা থাকবে।
## ফোনের ইন্সটল করা Third Party App ( যেগুলো আপনি ইনস্টল করেছিলেন + যেগুলো ফোনে আগে থেকে ছিল না) এগুলো ফ্রিজ হয়ে থাকবে।
## এপ গুলো Launcher এ শো করবে না।
## ফোন রিস্টার্ট করলেই ঠিক আগের অবস্থানে ফিরে যাবে।
কিছু প্রশ্নঃ
ফোনের যে এপগুলো ইনস্টল দিয়েছিলাম সেগুলোর ডাটা কি চলে যাবে?
→→ না
ফোনের কোনো ক্ষতি হবে?
→→ না
ফোনকি আবার আগের অবস্থায় নেওয়া যাবে?
→→ হ্যাঁ। শুধু রিস্টার্ট করবেন।
যদি কোনো এপ আনইনস্টল হয়ে যায়?
→→ সম্ভাবনাই নেই।
লল! তাহলে Safe Mode এ যেয়ে কাজটা কি হবে?
## দেখুন, কারণ তো অনেক আছে। তবে আমি ছোট দুটা উদাহরণ দেই। একটা Normal আরেকটা ক্রিটিক্যাল।
** নরমালি আপনি কোনো বাচ্চার হাতে ফোন দিবেন। Safe mode অন করে দিতে পারেন। আপনার পার্সোনাল ডাটার কোনো ক্ষতি করতে পারবে না।
** ক্রিটিক্যালি হঠাৎ আপনার ফোনের কোনো এপস Unfortunately Stopped দেখাচ্ছে। ঐ এপের কারণে আপনার পুরো ফোনই Unfortunately Stopped হয়ে যাচ্ছে। I mean ফোনের বাকি এপসগুলো।
## তখন কি করবেন?? আমার এক বন্ধু এই অবস্থায় পড়ছিল, তার ফোন ফ্লাশ করতে হইছে।
## কিন্তু এ সমস্যার সমাধান এই Safe Mode এই সম্ভব।
কি করতে হবে তাহলে?
## Safe Mode এ যাবেন।
## Settings এ গিয়ে Apps এ যাবেন।
## যে এপটি সমস্যা করছে সেটি আনইনস্টল করবেন।
## ফোন রিস্টার্ট করবেন কাজ হয়ে যাবে।
কিভাবে Safe Mood এ যাবেন?
## Power Button এ ক্লিক করলে একটা পাওয়ার মেনু আসে।
## সেখানে Power Off নামক মেনুতে ক্লিক করে ধরে থাকবেন। নিচের মতো আসবেঃ
## তারপর Ok দিলে ফোন রিস্টার্ট হয়ে সেফ মুডে চলে যাবে।
পোস্ট – টা কেমন জানি ভুয়া ভুয়া হয়ে গেল। Anyway আগামিতে ভালো পোস্ট পাবেন, ইনশাল্লাহ!
————————————————–
এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।
সবাইকে ধন্যবাদ।
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: Riadrox on FB