আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন।
আজকের পোস্ট Mega থেকে একাউন্ট ও অ্যাপ ছাড়া কিভাবে ডাউনলোড করবেন
*** চলুন আগে Mega সম্পর্কে জানি।
Mega অনলাইন স্টোরেজ সার্ভিস যা আপনাকে ৫০ জিবি ফ্রি অনলাইন স্টোরেজ দিবে ফাইল সুরক্ষিত করে রাখার জন্য। তাছাড়া শেয়ার করতে পারবেন। সবচেয়ে সিকিউরড ভাবে ফাইল শেয়ার করার ক্ষেত্রে Mega এর জুড়ি নেই।
আমরা যত কাস্টম রম ব্যবহার করি তার প্রায় ৭০-৮০% রমই Mega তে আপলোড করা হয়।(আমার মতে)।
** সাধারণত এখান থেকে ডাউনলোড করার জন্য Mega app ডাউনলোড করে একাউন্ট খুলে ডাউনলোড করতে হয়। যা বেশ ঝামেলাপূর্ণ।
যেভাবে সহজে ডাউনলোড করবেন
★★ আপনার ফোনে Chrome / Firefox / Puffin ইত্যাদি এর মধ্যে একটি ব্রাউজার ইন্সটল করা থাকতে হবে। ফোনের ডিফল্ট ব্রাউজার দিয়েও হতে পারে, তবে আমার কাজ করে নি।
★★ ব্রাউজার এর মেনু / সেটিং থেকে Request Desktop Site এ টিক দিন। এবার ডাউনলোড লিংকে প্রবেশ করুন।
★★ তারপর Download through your browser এ ক্লিক করুন।
★★ দেখবেন ডাউনলোড পার্সেন্টেজ দেখাচ্ছে। ১০০% হলে আপনার ব্রাউজার এ ডাউনলোড অপশন আসবে।
★★ আরামসে ডাউনলোড করে নিন।
কোন সমস্যা হলে ফেসবুকে মেসেজ দিন।