আচ্ছালামুআলাইকুম
আমরা অনেকেই আছি বন্ধুর মোবাইলে কোন কারনে ফেসবুক log in করে ভুলে যাই ফেসবুক log out করতে। আবার messenger থেকেও log out অপসন না থাকায় log in করে আর log out করতে পারি না। যারা এই সমস্যায় পড়বেন তাদের জন্য আমার আজকের পোষ্ট।
বিঃদ্রঃ পোষ্ট টি কেউ আগে করে থাকলে বলবেন আমি আমার পোষ্ট রিমোভ করে দিবো। খোজাখুজি করে এমন কারো পোষ্ট না পেয়ে আমি পোষ্ট টি করলাম। যারা এটা জানেন তারা আমার পোষ্ট টি এড়িয়ে যান খুশি হবো । যারা জানেন না শুধু তাদের জন্য এই পোষ্ট।
১ম পদ্ধতিতে দেখে নেই কি করে messenger থেকে log out করবো।নিচের স্কিনসট গুলো লক্ষ করুনঃ
★যে ভাবে messenger থেকে log out করলাম ঠিক একই ভাবে অন্য কোন মোবাইলে বা কম্পিউটারে ফেসবুক log in করা থাকলে তা Whare you’re logged in এ শো করবে। আপনি শুধু সেগুলো ক্রস চিহ্নে ট্যাপ করে কেটে দিবেন।তাহলে সেই মোবাইল আবার না ধরেই log out করতে পারবেন নিজের মোবাইল থেকে।
২য় পদ্ধতিতে দেখে নেই কি করে app data cleare করে messenger থেকে log in করা আইডি রিমোভ করবো।নিচের স্কিনসট গুলো লক্ষ করুনঃ
★অনেকে আছেন মোবাইলে facebook app এ facebook চালু করে রাখেন। আপনি facebook app থেকে log out না করলে messenger এ কোন রকম password না দিয়েই এক দু ক্লিকেই messenger এ facebook appএ log in করা আইডি log in হয়ে যায়। তাই তারা facebook app থেকে আইডি log out করে নিবেন ।
★★★
সবাই ভালো থাকবেন খোদা হাফেজ ☺