[Root][Mega Post] কোনো App/Games ব্যাকগ্রাউন্ডে রাখলে বা অনেক্ষণ ধরে চালালে অটোমেটিক Kill হয়ে যায়?? নিয়ে নিন একটা ট্রিক – by Riadrox
Introduction
## আমরা অনেকেই আমাদের এন্ড্রয়েড ফোনে নানা ধরনের কাজ করি। কেউ এপস চালাই, কেউ গেম খেলি, কেউ ফাইল ডাউনলোড করি, কেউ ভিডিও দেখি।
## এইসব কাজ করতে করতে মাঝে মাঝে এপ/গেমস থেকে অটোমেটিক বের হয়ে আসে। অর্থাৎ কিল হয়ে যায়।
## যেমন ধরুন গেম খেলতে খেলতে বের করে দিলো, বড় ফাইল ডাউনলোড করছেন তখন স্ক্রিন অফ হলো, অন করে দেখলেন ডাউনলোড ফেইলড। এপস মিনিমাইজ করে অন্য এপস এ ঢুকেছেন, কাজ শেষে আবার ঐ এপে ঢুকে দেখেন Kill হয়ে গেছে।
## সমস্যা না এটা একটা ঝামেলা। বিরক্তিকর ঝামেলা!! এ থেকে মুক্তির উপায় কি??
## দেখুন, যাদের ফোন রুটেড না তাদের ফোনে র্যামের উপর আপনাদেরকে নির্ভর করতে হবে। অর্থ্যাৎ র্যাম যদি বলে, “”এই ব্যাটা এপস র্যাম বেশি খাইতাছে, এরে কিল করুম্! “” – তবে র্যামকে আপনি ঠেকাতে পারবেন না।
## রুট করা ফোনে তা সম্ভব। কারণ রুট মানেই পুরো ফোনই আপনার দখলে। আপনি র্যামকে ধমক দিবেন, আর র্যাম হবে চুপ!
## রুটেড ফোনে অনেক টুকস আছে, যেগুলো দিয়ে নির্দিষ্টভাবে এই এপস কিল হওয়া ঠেকাতে পারবেন না। টুইকস সব এপসের জন্য সমান।
## তবে, আজ আমি যে এপস এর কথা বলব, তা আপনার কাঙ্খিত এপসকে কিল করতে দিবে না, বরং মেমরিতে লক করে রাখবে।
করণীয় কি?
## প্রথমে যে এপসগুলো বেশিরভাগ এই পরিস্থিতির শিকার হয়, বা আপনি চান না ব্যাকগ্রাউন্ড এ অটোমেটিক এপসগুলো কিলড্ হোক, তাদের নাম মনে রাখুন বা লিখে রাখুন।
## এইখান থেকে মেমরি লকার নামক Premium এপসটি ডাউনলোড করে নিন। খুব কম এম্বি লাগবে।
Download From Here
## Premium দিলাম কারণ ফ্রিতে একাধিক এপস নিয়ন্ত্রণ করা যায় না।
## ইনস্টল করে ওপেন করুন। রুট পারমিশন দিন।
মনে রাখা এপসগুলোর পাশের লক(তালা) বাটনে ক্লিক করুন। নিচের মতো।
## চাইলে সিস্টেম এপসও রাখতে পারবেন মেমরিতে।
## আরকি??!! এবার প্রমাণ পাওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডে রেখে ঘুমিয়ে পড়ুন। উঠে চেক করলেই বুঝবেন।
তবে,,,,
## ফোনে কোনো বুস্টার এপ ( Clean Master,360 Security, Root Booster, Battery Doctor, Saver, Greenify bla,, bla,,) রাখবেন না।
## রাখলেও ঐ এপসগুলো ( মেমরিতে যেগুলো রেখেছেন) White List এ রাখুন।
,
,
,
,
,
,
—————————————————————————————————————–
এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।
ধন্যবাদ।
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: fb/myself.riadrox