Site icon Trickbd.com

[Fixed][No Root] এন্ড্রয়েডে ফুলস্ক্রিন মোডে বা গেম খেলার সময় উপর থেকে স্ট্যাটাস বার টেনে আনুন। (Same Like Kitkat & Lolipop) – by Riadrox

Unnamed

[No Root] এন্ড্রয়েডে ফুলস্ক্রিন মোডে বা গেম খেলার সময় উপর থেকে স্ট্যাটাস বার টেনে আনুন।(Same Like Kitkat & Lolipop)

এই ফিচারটা বর্তমানে কিটক্যাট আর ললিপপ এ ছাড়া কোথাও নেই। কিন্তু এখন যেকোনো ফোনেই পেতে পারেন এই ফিচার।

কিছু বর্ণনাঃ

ধরুন আপনি গেম খেলছেন। আর গেম তো সবসময় ফুলস্ক্রিনেই খেলা হয়।

এখানে ফুলস্ক্রিন মানে নোটিফিকেশন বার/স্ট্যাটাস বার শো করে না। যেমন এইটা-

তো যখন কোনো নোটিফিকেশন বা কোনো মেসেজ আসে তখন পুরা গেম থেকে বের হয়ে আসেন তা দেখার জন্য।

এটা খুবই বিরক্তিকর যারা ক্লাস অব ক্লানস খেলেন।

কারন একবার বের হয়ে গেলে অন্যকেউ এটাক করবে।

তাই এই এপস টির প্রয়োজনীয়তা অনেক।

কারন এর মাধ্যমে গেম থেকে বের না হয়েই উপর থেকে টেনে নিয়ে আসতে পারবেন।

আমি ঠিক বোঝাতে পারছি না।
যারা ললিপপ বা কিটক্যাট ইউজার তারা ঠিক বুঝে গেছেন।

আসল কথা যাদের এই ফিচার নেই তারা কি করবেন।

তারা নিচ থেকে মাত্র 300kb সফট টা ডাউনলোড করেন।


Download

ডাউনলোড হলে ইনস্টল করে ওপেন করেন।

Enable এ টিক দেন।

Show only তে টিক দেন।

কাজ শেষ।

ধন্যবাদ।

::::….ট্রিকবিডিতে আমার সকল পোস্ট….::::

Exit mobile version