আসসালামু আলাইকুম।
কিভাবে ফোন ঝাকা দিয়ে স্ক্রিনসুট নিবেন
HOW TO TAKE A SCREENSHOT BY SHAKING YOUR PHONE
কি শুনেই অবিস্বাশ্য মনে হচ্ছে তাই না!! অবিস্বাশ্য হলেও সত্যি।!! এখন ফোন ঝাকা দিয়েই নিতে পারবেন স্ক্রিনসুট। আমরা সাধারণত ভলিউম আপ+পাউয়ার বাটন প্রেশ করে স্ক্রিনসুট নিই। কিন্তু আজ থেকে এটা পাল্টে যাবে।এখন থেকে ঝাকা দিয়েই সবাই স্ক্রিনসুট নিতে পারবেন।আর এর জন্য কোনো সফটওয়্যার ও লাগবে না।শুধুমাত্র একটি এন্ড্রয়েড ফোন লাগবে।
তো কথা না বাড়িয়ে জানিয়ে দি কিভাবে নিবেন।
প্রথমে আপনার ফোনের সেটিংস এ যান।তারপর স্ক্রিনসুট গুলা ফলো করুন।
না বুঝলে কমেন্ট করবেন।
স্ক্রিনসুট অনুযায়ী কাজ করা হয়ে গেলে। ফোনটি একবার ঝাকা দিন।আর মজা দেখুন। :-/
তো আজ এপর্যন্তই।
আবারও দেখা হবে অন্য কোনো টিপসএ।
FB CONTACT