Site icon Trickbd.com

এবার ফোন ঝাকা দিয়েই নিন স্কিনসুট… by Hridoy

Unnamed

আসসালামু আলাইকুম।

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টপিক।

কিভাবে ফোন ঝাকা দিয়ে স্ক্রিনসুট নিবেন


HOW TO TAKE A SCREENSHOT BY SHAKING YOUR PHONE
কি শুনেই অবিস্বাশ্য মনে হচ্ছে তাই না!! অবিস্বাশ্য হলেও সত্যি।!! এখন ফোন ঝাকা দিয়েই নিতে পারবেন স্ক্রিনসুট। আমরা সাধারণত ভলিউম আপ+পাউয়ার বাটন প্রেশ করে স্ক্রিনসুট নিই। কিন্তু আজ থেকে এটা পাল্টে যাবে।এখন থেকে ঝাকা দিয়েই সবাই স্ক্রিনসুট নিতে পারবেন।আর এর জন্য কোনো সফটওয়্যার ও লাগবে না।শুধুমাত্র একটি এন্ড্রয়েড ফোন লাগবে।
তো কথা না বাড়িয়ে জানিয়ে দি কিভাবে নিবেন।
প্রথমে আপনার ফোনের সেটিংস এ যান।তারপর স্ক্রিনসুট গুলা ফলো করুন।
না বুঝলে কমেন্ট করবেন।


স্ক্রিনসুট অনুযায়ী কাজ করা হয়ে গেলে। ফোনটি একবার ঝাকা দিন।আর মজা দেখুন। :-/
তো আজ এপর্যন্তই।
আবারও দেখা হবে অন্য কোনো টিপসএ।
FB CONTACT