গুগল প্লে-স্টোরে অনেক সময় অ্যাপ ডাউনলোড
দিতে গেলে সেটা ডাউনলোড না হয়ে, অথবা
অর্ধেক হয়ে বিভিন্ন Error কোড বা Error
Notification দেখায়। কখনো অ্যাপ আপডেট হয়
না, কখনো ডাউনলোড হলেও ইনষ্টল হয় না। ফলে
আমরা অনেক চিন্তার ভিতরে পড়ে যাই। তবে
এখন চিন্তার কিছু নেই! (গুগল প্লে-ষ্টোর এ
বিভিন্ন Error সমস্যার সমাধান নিয়েই আজকের
পোস্ট)
গুগল প্লে-স্টোর Error-49
অ্যাপ ডাউনলোড অর্ধেক হয়ে বন্ধ হয়েযায় ?
সমাধানঃ এই সমস্যার কারণ হচ্ছে ফোনে
Cache Full হয়ে যাওয়া। অপ্রয়োজনীয় অ্যাপ্স ও
গেমস এবং ফাইল ডিলেট করে দিন। Recovery
Mode এ গিয়ে Wipe Cache অপশন সিলেক্ট করে
Cache Clear করে, ফোন চালু করে প্লে-ষ্টোর
থেকে ডাউনলোড করুন।
Play Store Error-403
অ্যাপ্স ডাউনলোড হয় না ?সমাধানঃ ফোনে দুইটি গুগল অ্যাকাউন্ট
ব্যবহার করার ফলে এরকম হয়ে থাকে।
এক্ষেত্রে একটি Account ডিলেট করে দিন
এবং মূল অ্যাকাউন্ট দিয়ে গুগল প্লে-স্টোর
ওপেন করুন। এরপর অ্যাপটি প্লে-স্টোর থেকে
ডাউনলোডের চেষ্টা করুন।
Play Store Error-413
অ্যাপ ডাউনলোড অথবা আপডেট করা যায়না ??
সমাধানঃ Proxy ব্যবহার করলে তা গুগল প্লে-
স্টোরের বিভিন্ন অপারেশনে সমস্যা করতে
পারে Settings> Apps> All এ গিয়ে Google
Services এবং Google Play Store অ্যাপ দুটির Data
এবং Cache Clear করে Force Stop করুন। সেই
সাথে ফোনের ডিফল্ট ব্রাউজারের Cache Clear
করুন।
Play Store Error-491
অ্যাপ ডাউনলোড এবং আপডেট হয় না ??
সমাধানঃ Settings>Accounts থেকে আপনার
Google অ্যাকাউন্ট টি Remove করুন। এবার
আপনার ফোন Restart করে আবার গুগল
অ্যাকাউন্ট দিয়ে Login করুন। এরপর
Settings>Apps>All এ গিয়ে Google Services এর
Data Clear করুন এবং সবশেষে Force Stop করুন।
Play Store Error-492
অ্যাপ্স Install করা যায় না ?
সমাধানঃ Settings>Apps>All এ গিয়ে Google
Services এবং Google Play Store অ্যাপ দুটির Data
এবং Cache Clear করে Force Stop করুন। এবার
কাস্টম রিকভারি মোডে প্রবেশ করুন। Wipe
Delvik Cache করুন। অথবা, Data Wipe/Factory
Reset করুন।
**নোটঃ- Factory Reset করলে আপনার ফোনের
ডাটা মুছে দিবে। তাই প্রয়োজনীয় ডাটা
ব্যাকাপ রেখে নিন।
Play Store Error-919
অ্যাপ্স ডাউনলোড হয় কিন্তু চালু হয় না ?? :/
সমাধানঃ এই সমস্যার কারন, আপনার
ফোনের আর খালি জায়গা নেই অর্থাৎ
মেমোরি ফুল। তাই ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ
ও ডাটা (অডিও, ভিডিও অথবা অন্য কোন বড়
ফাইল) ডিলেট করে দিন।
Play Store Error-921
কোন অ্যাপ্স ডাউনলোড হয় না ?
Play Store অ্যাপের Cache Clear করুন। এতে কাজ
না হলে Play Store এর Data Clear করুন। সবশেষে
আপনার গুগল অ্যাকাউন্টটি রিমোভ করে ফোন
রিস্টার্ট দিন এবং পুনরায় গুগল অ্যাকাউন্ট
Login করুন।
**নোটঃ- Data Clear করলে অ্যাপটিতে আপনার
সেটিংসগুলো Default হয়ে যাবে।
Play Store Error-923
অ্যাপ্স ডাউনলোড হয় না ? সমাধানঃ অপর্যাপ্ত Cache Syncing এর সময়ে
Error দেখায়। এক্ষেত্রে আপনার গুগল
অ্যাকাউন্ট Remove করুন এবং অপ্রয়োজনীয়
অ্যাপ ডিলেট করুন। এবার Recovery Mode এ
গিয়ে Wipe Cache করুন। সবশেষে আপনার গুগল
অ্যাকাউন্ট পুনরায় লগ ইন করুন।
Play Store Error-927
অ্যাপ্স ডাউনলোড হয় না ?
সমাধানঃ Settings>Apps>All এ গিয়ে Google
Services এবং Play Store অ্যাপ্স দুটির Data ও
Cache Clear করে Force Stop করুন। এরপরে প্লে-
ষ্টোর চালু করে যা ডাউনলোড করার করুন।
কোন সমস্যা হলে
আমাদের গ্রুপে পোষ্ট করুন আশা করি ১০০% সাহায্য পাবেন
ফেসবুকে আমি