Site icon Trickbd.com

খুব সহজে এন্ড্রয়েড এবং উইন্ডোজ ইকোসিস্টেম তৈরি করুন

আসসালামু আলাইকুম ট্রিকবিডি কমিউনিটি!

আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতোই আজও আমি হাজির হয়েছি একটি নতুন পোস্ট নিয়ে।

আপনি কি অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজের মধ্যে একটি কার্যকর ইকোসিস্টেম খুঁজছেন? তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। আজ আমি এমন একটি অ্যাপ নিয়ে আলোচনা করব যা আপনাকে অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজের মধ্যে খুব সহজেই সংযোগ তৈরি করতে সহায়তা করবে। চলুন আর দেরি না করে অ্যাপটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

KDE Connect কী?

KDE Connect হলো একটি অসাধারণ অ্যাপ, যা ব্যবহার করে আপনি আপনার অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ডিভাইসের মধ্যে ফাইল শেয়ারিংসহ আরও অনেক হ্যান্ডি কাজ সম্পন্ন করতে পারবেন। ডিভাইস অনুযায়ী অ্যাপটি ইন্সটল করে নিন।

এটির মাধ্যমে উভয় ডিভাইসে আপনি ফাইল আদান প্রদান করতে পারবেন, টেক্সট কপি পেস্ট করতে পারবেন এমনকি ফোনকে মাউস পেড হিসেবেও ব্যবহার করতে পারবেন।

ডাউনলোড লিংক :

উইন্ডোজ অ্যাপ @ KDE Connect

অ্যান্ড্রয়েড @ KDE Connect

কীভাবে অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ইকো-সিস্টেম তৈরি করবেন

চলুন দেখে নেয়া যাক কীভাবে অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ইকো-সিস্টেম তৈরি করবেন,

 

প্রথমে লিংক থেকে KDE Connect অ্যাপটি উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসে ইন্সটল করুন। উইন্ডোজ থেকে অ্যাপটি ওপেন করুন, দুটি ডিভাইস এক ওয়াইফাই এ কানেক্ট করুন।

উইন্ডোজ অ্যাপ থেকে Find Device এ ক্লিক করুন, এবার এখানে একই ওয়াইফাই এ কানেক্ট অ্যান্ড্রয়েড ডিভাইস দেখাবে। ডিভাইসে ক্লিক করে, ডান পাশ থেকে Pair এ ক্লিক করুন।

এবার ফোনের অ্যাপ এ যান, Pair new Device এ ক্লিক করুন।

আপনার পিসির নাম দেখাবে ক্লিক করলে Accept পপআপ আসবে। Accept করে দিন।

ব্যাস কাজ শেষ এবার চাইলে আপনি ফাইল আদান-প্রদান, মাউস কন্ট্রোল এমনকি ক্লিপ-বোর্ডও সেন্ড করতে পারবেন।

 

আপনার ফোন থেকে পাঠানো ফাইল গুলো পিসির Download ফোল্ডারে পাবেন।

শেষ কথা

অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে সংযোগ তৈরি করার জন্য বর্তমানে KDE Connect একটি অন্যতম সেরা সমাধান। এটি ব্যবহার করে আপনি অনেক কাজ সহজে এবং দ্রুত করতে পারবেন।

আজকের পোস্টটি এখানেই শেষ করছি । আশা করি এটি আপনাদের উপকারে আসবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।