Site icon Trickbd.com

সকল অ্যান্ড্রয়েডে স্ক্রিন- শটনিন কোন সফটওয়্যারছাড়াই রুট আন রুট সবার জন্য

Unnamed

বাংলাদেশের সকল
অ্যান্ড্রয়েডে নিন স্ক্রিন – শট ,
তাও আবার কোন সফটওয়্যার ছাড়াই
[রুট + আন রুট সবার জন্য]

মাঝে মাঝে অনেক সময় আমাদের
ডিভাইস এর Screenshot নিতে হয়।
Screenshot নেয়ার সিস্টেম
টা ডিভাইস ভেদে হয়ে থাকে।
যেমন নেক্সাস এ এক রকম আবার
গ্যালাক্সি এস৪ এ অন্যরকম। আবার
দেখা যায় Walton & Symphony এর
অনেক ডিভাইস এ নেয়ার সিস্টেমই
নাই। তাই আজ এই পোস্ট টি আপনার
জন্যে যারা কিনা জানেন
না কিভাবে আপনার ডিভাইস এর
Screenshot নিতে হয়। আবার ধরুন
আপনি আপনার ফ্রেন্ড এর
একটি ডিভাইস হাতে নিলেন
যেটা কিনা আপনার ডিভাইস এর
মতো Screenshot নেয়া যায় না আর
আপনি সেটায় Screenshot নিবেন
কিন্তু পারছেন না। কি রকম
একটা লজ্জা পেতে হবে ভাবেন!
তাহলে আপনার জন্যেও এই পোস্ট।
সকল ডিভাইস এর Screenshot
নেয়া শিখে ফেলুন আজই।

Stock Android, Google Nexus or Custom
ROMsbr উপরে টাইটেল এর
মতো যদি আপনার ডিভাইস
টি হয়ে থাকে তাহলে আপনি নরম
নিতে পারবেন Screenshot।
যা কিনা ভলিউম ডাউন বাটন ও
পাওয়ার বাটন একসাথে প্রেস
করলেই নিয়ে নিতে পারবেন
Screenshot। এ
ক্ষেত্রে প্রথমে ভলিউম ডাউন
বাটন ও সাথে সাথে পাওয়ার
ডাউন প্রেস
করতে হবে অথবা একসাথে।
তাহলে ট্রাই করুন
যদি আগে না জেনে থাকেন।

Samsung Smartphones and Tabletsbr নতুন কিছু Samsung ডিভাইস এ
আপনি স্ক্রিন এর উপর দিয়ে হাত
বুলালেই নিয়ে নিতে পারবেন
Screenshot। তবে সেটার
জন্যে Settings > Motion first অপশন
টি একটিভ করা থাকতে হবে।
এছাড়াও অন্য Samsung ডিভাইস এ
আপনি হোম বাটন ও পাওয়ার বাটন
প্রেস করে নিতে পারবেন
Screenshot । তাহলে ট্রাই করুন।

HTC Devicesbr HTC এর মেথড অনেকটা স্টক
এন্ড্রয়েড এর মতোই। এছাড়াও
ছবিতে যেমন
দেখানো হয়েছে হোম বাটন ও
পাওয়ার বাটন প্রেস করলেই

নিতে পারবেন Screenshot ।
আপনি হোম ও পাওয়ার বাটন প্রেস
করলেই স্ক্রিন এ একটা ম্যাসেজ
আসবে যে আপনার Screenshot
নেয়া হয়েছে।

Sony Devicebr Sony এর মোবাইল ও ট্যাবলেট এর
মেথড একটু আলাদা। মোবাইল এর
জন্যে ভলিউম ডাউন বাটন ও
পাওয়ার বাটন প্রেস
করে ধরে রাখুন এবং Screenshot
নেয়া সম্পন্ন হউয়া পর্যন্ত
অপেক্ষা করুন। Screenshot
নেয়া হয়ে গেলে কনফারমেশন
পাবেন।
এছাড়াও অনেক সনি এর ডিভাইস এ
পাওয়ার মেনু দিয়েও Screenshot
নিতে পারবেন।
এ রকম আরও টিপস পে‌তে আমার সাইট থে‌কে একবার ঘু‌রে আস‌বেন সৌজন্য আমার সাইট TUNESALL24.TK