Site icon Trickbd.com

এবার আপনার ডিভাইসে ফ্রন্ট চেঞ্জ অপশন না থাকলেও করে নিন নিজের মনের মত ফ্রন্ট স্টাইল:

Unnamed

আমরা এখন অনেকেই দেখি নতুন মোবাইল গুলোতে ফ্রন্ট চেঞ্জ এর অপশন রয়েছে, এবং Display তে। কিন্তু অনেকের মোবাইল এ তা নেই।কিন্তু যেসব মোবাইল এ রয়েছে সেগুলো মাত্র ৪-৭ টি এর বেশি নয়।কিন্তু আমি আজ আপনাদের শিখাব কিভাবে ফ্রন্ট চেঞ্জ করবেন।এটা সব ডিভাইসেই হবে।এবং সাথে সাথে ৪-৭ নয় এখানে রয়েছে প্রায় ১০০+ ইংরেজি ফ্রন্ট স্টাইল।তাই আর কথা না বাড়িয়ে কাজে চলে যাই।প্রথমে এই লিংক থেকে ifront (Expart of front)

অ্যাপ টি ডাউনলোড করে নিন।
Size: 7.8mb
Download: Right Now

এবার অ্যাপ টি ইন্সটল করে ওপেন করে নিন, [অব্যশই আপনার মোবাইল/ট্যাব রুট করা হতে হবে]
[রুট ছাড়াও কিছু ডিভাইসে হবে]
এবার এখান থেকে আপনার যেকোনো পছন্দের একটি ফ্রন্ট বেছে নিন।

এবার আপনার পছন্দের ফ্রন্ট টি ডাউনলোড করে নিন: [ এখানে ফ্রন্ট এর সাইজ অনেক ছোট ৭০-১১০কেবি, তাই অনেক দ্রুত ডাউনলোড হয়ে যাবে]

এবার ডাউনলোড হয়ে গেলে এই ফ্রন্টে নিচে set অপশন চলে আসবে,

এবার সেট করার সাথে সাথে আপনার ডিভাইস অটোমেটিক রিবুট হয়ে যাবে, এবং ডিভাইস ওপেন হলে দেখবেন আপনার পছন্দিত ফ্রন্ট একটিভ হয়ে গেছে,

সব কাজগুলো নিজ দায়িত্ব এ করবেন প্লিজ,
না বুঝলে কমেন্ট করুন।

Exit mobile version