Site icon Trickbd.com

এবার আপনিও পারবেন যেকোনো গেমের Audio পাল্টিয়ে নিজের পছন্দের Audio দিতে,তাও আবার আপনার এন্ডয়েড মোবাইল দিয়ে!-[With_Sshot]

Unnamed

আসসালামুআলাইকুম…….
কেমন আছেন আপনারা? আসা করি সবাই ভাল আছেন……..।

আজ আপনাদের জন্য নিয়ে এলাম খুব সুন্দর একটি ট্রিক,,,,,,,তা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না তাই যারা জানেন,,,,,।তাহলে যারা জানেন না তারা পোস্টি ফলো করুন→→→↓

#Step→1


Apk Editor Pro এই এপটি ডাউনলোড করুন।তারপর INSTALL দিন।।।

আর→আগে থেকেই যদি আপনার মোবাইলে থাকে তবে,,,,ডাউনলোড করতে হবে না।Install হয়ে গেলে Apk editor এপ টি Open করুন→↓

#Step→2


Select Apk From App এ ক্লিক করুন,,নিচের মতো→↓

#Step→3


আপনি যে গেম এর Audio পাল্টাতে চান সেই গেম এ ক্লিক করুন,,,যেমন আমি Mini Miltia গেম সিলেক্ট করলাম,,,নিচের মতো→↓

#Step→4


কিছু অপশন দেখতে পাবেন,,,সেখান থেকে SIMPLE EDIT এ ক্লিক করেন,,,নিচের মতো→↓

#Step→5


দেখতে পাবেন FILES→IMAGES→AUDIOS নামে তিনটি অপশন আছে,,,সেখান থেকে AUDIOS অপশনটিতে ক্লিক করুন নিচের মতো→↓

#Step→6


দেখুন কিছু Audio আছে,,,যেমন Mini Miltia গেমে একটা আছে,,,,আর এখানে অন্য গেমে অনেক গুলোও থাকতে পারে,,নিচের মতো করে→↓

#Step→7


Mp3 গুলো REPLACE করতে হবে,,Replace করতে Mp3 গুলোতে ক্লিক করে ধরে রাখুন,,,দেখবেন দুইটি অপশন আসবে EXTRACT→REPLACE

আসুন আগে আমরা জেনে নিই Extract & Replace কী?

Extract কী?


extract অপশন দিয়ে গেমের Audio গুলো SAVE করা হয়।।

Replace কী?


Replace অপশন দিয়ে Audio গুলো পরিবর্তন করা হয়।।

#Step→8


Replace অপশনটিতে ক্লিক করুন নিচের মতো→↓

#Step→9


আপনার পছন্দের Audio টি Select করুন,, যেমন আমি আমার পছন্দের টি সিলেক্ট করছি নিচের মতো→↓

#Step→10


SAVE বাটনে ক্লিক করুন,,,নিচের মতো→↓

SAVE হয়ে গেলে,,INSTALL দিন।।তারপরে গেমটি OPEN করে দেখেন আর আগের Audio টি আর বাঝতাছে না,,আপনার পছন্দের দেওয়া Audio টি বাঝতেছে।

ব্যাচ কাজ শেষ।।

পোস্ট ক্রেডিট@Maruf