Site icon Trickbd.com

আপনার ফোনের GPS কে ফেক করে দেন এবং মজা নেন ভিবিন্ন এ্যাপ বা গেমে।

সব স্মার্টফোনেই GPS integration করা থাকে। এর ফলে উপরে থাকা স্যাটেলাইটগুলো আমাদের ফোন কোথায় আছে তা জানতে পারে। এটা ভেবে অবাক  হবেন যে  GPS কোন cellular network বা internet ব্যবহার ছাড়াই ব্যবহারকারীর অবস্থান সনাক্ত করতে পারে। 

আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনার ফোনের GPS system কে fake করবেন। ফলে যেকোন এ্যাপ যদি আপনার অবস্থান জানতে চায় সেটি আপনার সিলেক্ট করা লোকেশন পাবে অর্থাৎ এ্যাপের পক্ষে‌ GPS দিয়ে আপনার রিয়েল লোকেশন পাওয়া সম্ভব হবে না। আমার মতে এটা কোন অবৈধ কাজ নয় কেননা এই সেটিংটি developer option থেকে অন করতে পারবেন । নিচের মত সেটিং করুন ।

এর ব্যব্যহারটা কি:

এটি ব্যবহার করে আপনি ভিবিন্ন এ্যাপ/গেমে স্পেশাল এডভান্টেজ পাবেন। যেমন:

  1. আমি Plag ব্যব্যহার করি। এটি একটি সোস্যাল মিডিয়া (unlike Facebook) । এখানে পোস্ট করলে বাংলাদেশ দেখাত। আমি Fake GPSদিয়ে আমার লোকেশন টা new York করে দিয়েছি। ফলে এখন পোস্ট করলে বেশি ভিউ পাই। 
  2. Pokemon Go বা ingress গেম খেলতে অনেক হাটাহাটি করার প্রয়োজন পরে। Fake GPS দিয়ে সহজেই ভাল স্থানে যাওয়া যায়।
  3. Tweet করলে location বাংলাদেশ সিলেক্ট হয়ে যায়। কিন্তু Fake GPSদিয়ে USA দিলে like, Retweet বেশি পাওয়া সম্ভব।

সমস্যা হলে কমেন্টে জানাবেন।