Site icon Trickbd.com

[Marshmallow Trick]Marshmallow ইউজার রা কি Internet speed meter,Lock app,Flash Alert,Etc এপ ব্যবহার করতে পারছেন না_নিয়ে নিন এর সমাধান_Posted By Os

Unnamed

শুভ সকাল।আশা করি সবাই ভাল আছেন আপনাদের দোয়াই আমিও ভাল আছি।দোয়া করবেন যাতে ভাল থাকি।

এই ট্রিক টা একটা ছোট একটা ট্রিক,যা হইত অনেকই যানেন আবার অনেকই যানেন না।

অনেকজনই দেখলাম এই সমস্যাই পড়তে।সমস্যা টা হল Marshmallow তে নতুন অনেক ফিচারসস সমুহ যোগ করা হয়েছে।তার মধ্যে Install করা এপস এবং System এপস গুলো কে Modify করার জন্য বের করেছে ৬ টি ফিচারস।
যেমন…..!!
1=App Permissions.
2=App Links.
3=Default Apps..[এটা আগেই ছিল]
4=Draw Over Other Apps.
5=Modify System Setting.
6=Battery Optimization.

এর মধ্য ৬ নম্বর ফিচার টা Background apps গুলো কে বন্ধ রাখে।যার কারনে আমরা Internet speed meter..Lock apps সহ আরো অনেক এপ চালাতে পারি না।এমন কি মোবাইল ডাটা চালু করলে অথবা মোবাইল এ ইন্টারনেট সংযোগ দিলে ও আমাদের কে কোন social সাইটে অনলাইন এ দেখাই না।একমাত্র যেই এপ টা মিনিমিজাইম থাকবে ওইটা ই চলবে।এই সমস্যাই আমি প্রথমে পরেছিলাম।পরে আমি আবার সমাধান ও করে ফেলেছি।এখন আপনাদের সমাধান করা দরকার তাই না।তাইলে শুরু করা যাক।

প্রথমে আপনি আপুনার ডিবাইস এর Settings এ যান।
তারপর Apps এ যান।

তারপর উপরে ডানদিকের কর্নার এ থাকা Setting এ যান।

তারপর সবার নিচে Battery Optimization এ যান।

তারপর All Apps এ যান।

তারপর আপনার যেই এপ টা সবসমই Background এ চালু রাখতে চান সেটাই যান,আমি গেলাম Internet speed meter lite এ।

তারপর এটা তে ক্লিক করুন।আর Don’t Optimization এ টিক দিয়ে Done এ দিয়ে বেরিয়ে আসুন।

তারপর দেখুন এই এপ টা সবসমই চলছে।

ধন্যবাদ সবাইকে ভাল থাকবেন সুস্থ থাকবেন।

This Post Credit By Os


Follow Us On Instagram