হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন । আমি ভালো আছি । এটাই ট্রিকবিডিতে আমার প্রথম পোস্ট । ধন্যবাদ শাহীন ভাইকে । কেন ধন্যবাদ দিলাম তা পোস্টের নিচে গেলেই বুঝবেন।
যাক অনেক কথা বলে ফেললাম । এবার মূল কথাই আসি
আমরা অনেক সময় অনলাইনে কোনো পোস্ট ভালো লাগলে তা বুকমার্ক করে রাখি । কিন্তু যখন ঐ ব্রাউজার আনইনস্টল দেই তখন আমাদের এসব বুকমার্ক চলে যায় । যা খুবই কষ্টের বিষয় । তাই এই সমস্যা সমাধানে আজকে একটি দারুন সাইট নিয়ে এলাম । এর দ্বারা আপনারা খুব সহজেই কোনো ওয়েব পেজকে পিডিএফ ফরমেটে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন ।
সাইট লিঙ্ক: htmlpdf.com
এই সাইটে ঢুকে আপনারা নিচের মতো দেখতে পাবেন
এখন যে ওয়েব পেজকে পিডিএফ করতে চান ঐ টার লিঙ্ক কপি করে খালি বাক্সে পেস্ট করেন । এখানে আমি https://trickbd.com dilam
এবার Get PDF এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।
আর সবচেয়ে বেস্ট পিডিএফ রিডারটি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আর উপভোগ করুন বই পড়ার আসল মজা ।
কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আমি সাহায্য করতে চেষ্ঠা করব।
এই পোস্ট আর অন্য কোথাও পাবেন না । তাই কপি করলে ট্রিকবিডিকে ক্রেডিট দিবেন। আর পোস্টটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন<br /><br />