Site icon Trickbd.com

[Custom Rom apps from]Heads Up Notification Moded Version_ললিপপ এর মত নোটিফিকেশন চালুকরুন কোন প্রকার রুট ছাড়াই_Posted By Os

Unnamed

শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভাল আছেন আপনাদের দোয়াই আমিও ভাল আছি।দোয়া করবেন যাতে ভাল থাকি।

আজকে আমার পোস্টের বিষয় হল কিভাবে আপনি ললিপপ এর মত নোটিফিকেশন চালু করবেন।সাথে নিয়ে এসেছি HeadsUp Moded Hide Version apk এই এপ টা আপনি কোথাও পাবেন না গুগল এর কাছে চাইলেও দিবে না।কারন এটা কাস্টম রম থেকে নেওয়া।এই এপ টা install করলে আপনি আপনার Launcher এর মধ্যে এই এপ টাকে পাবেন না।সবাই বুজবে যে ললিপপ এর মত নোটিফিকেশন আপনার মোবাইলের Firmware এ অফিশিয়াল ভাবে দেওয়া আছে।

আমি যখন ট্রিকবিডিতে পোস্ট করি তখন পোস্টের মধ্যে স্ক্রিনশট সহ প্রমান সহ করি।কারো যদি কোন সমস্যা হয় তাইলে জানাতে পারেন।আমি চাই ট্রিকবিডিকে নতুন কিছু উপহার দিতে।এই কয়েকদিন একটু অবসর এ আছি তাই পোস্ট একটু বেশি করা আর কি।

চলুন শরু করা যাক।


প্রথমে নিচ থেকে এপ টা ডাউনলোড করে নিন।

HeadsUp Moded.apk


প্রথমে ডাউনলোড করে Install দিন ওপেন হবে না।
তখন আপনার ডিবাইস এর Settings>Accessibility তে যান।HeadsUp এর মধ্যে ডুকে এপ টা কে অন করে দিন।

তারপর উপরে ডানদিকের কর্নার এ Settings এ যান।

তারপর Notification এ ক্লিক করুন।

Notification access চালু করে দিন।

এবার দেখুন চালু হয়েছে ললিপপ এর মত Incoming নোটিফিকেশন।

এই এপ এর মধ্যে আলাদা আরো ২ টি থীম সেট করা হয়েছে।আপনার থীম চেইঞ্জ করতে Settings>Accessibility>Headsup এ ডুকে উপরে আবার Settings এ গিয়ে>ওইখান থেকে আপনি সব বুজবেন।
সবাইকে ধন্যবাদ ভাল থাকুন সুস্থ থাকুন।

This Post Creadit By Yeasin


Follow Us On Instagram