Site icon Trickbd.com

[No_Root]এবার নিজেই আপনার এন্ডয়েড ফোন দিয়ে Ridmik Keyboard এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন!-By Maruf

Unnamed

কিছু_কথা-

আসসালামুআলাইকুম……
আপনারা অনেকেই টাইটেল দেখে ভাবছেন এই পোস্ট আগেও দুইবার করা হয়ছে। হ্যা! এই পোস্ট আগেও দুইবার করা হয়ছে কিন্তু! অন্য সফটওয়্যার ব্যাবহার করে।Apk Editor এপ দিয়ে ট্রিকবিডিতে আগে কেউ পোস্ট করেনি,তাই আজ আমি আপনাদের মাঝে ট্রিকটি সেয়ার করলাম।

এবার নিজেই আপনার এন্ডয়েড ফোন দিয়ে Ridmik Keyboard এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন!(Root ছাড়াই)-By Maruf

টাইটেল দেখেই হয়তো অভাগ হয়ে গেছেন,,ভাবছেন এটা কি করে সম্ভব?

সম্ভব হলেও অনেক কঠিন কিন্তু কোনো কঠিন

না।এক্কেবারে সহজ তো চলুন দেখে নিই কীভাবে করতে হয়~~→

প্রথমে,,,,

নিচ থেকে New Version Redmik kyboard টা ডাউনলোড করে নিন।।

Download Kyboard

আর হ্যা!Redmik Kyeboard New

Version লাগবেই,,,,,Old Version দিয়েও

হবে কিন্তু! ব্যাকগ্রাউন্ড ভালো দেখাবে না

আর ফেটে যাবে।।তাই আমি যে লিংক দিছি ওইটাই
ভালো।New Ridmik Kyeboard ডাউনলোড

হয়ে গেলে,, INSTALL দিয়ে রাখুন।।।

#এরপর,,,


Apk Editor এপ ডাউনলোড করতে হবে।।তাই নিচ থেকে ডাউনলোড দিয়ে নিন।। Download Apk Editor Pro

আর যদি আগে থেকেই আপনার মোবাইলে থেকে থাকে তাহলে ডাউনলোড দিতে হবে না।এইবার এপটা Install দিয়ে নিন।।

#STEP:01

Apk Editor এপ টি #OPEN করেন,,,,,~~

#STEP:02

Select Apk From App এ ক্লিক করুন,,,,~

#STEP:03

##Redmik Keyboard টি সিলেক্ট করুন,,,,~

#STEP:04

Simple Edit এ ক্লিক করেন,,,,~

#STEP:05

এরপর IMAGES এ ক্লিক করেন,,,তারপর এক্কেবারে নিচে যান।

এবার নিচে দেখুন Keyboard_Background নামে #দুইটি IMAGES দেখতে পাবেন,,,Images গুলো REPLACES করে নিন।।

REPLACES করতে পারছেন না?

প্রথমে IMAGES এ ক্লিক করে ধরে রাখুন।।তারপরে REPLACES
নামে একটা অপশন দেখতে পাবেন,,,ওইটাই ক্লিক করে আপনার কিবোর্ড এর ব্রাকগ্রাউন্ড সিলেক্ট করে নিন।।এইভাবে পরের Image টাও REPLACES করে দিন,,,,।।

REPLACES করা হয়ে গেলে Save করে Install দিন।।।আর দেখুন আপনার ব্রাকগ্রাউন্ড কিবোর্ড এর নিচে,আপনার দেওয়া ব্রাকগ্রাউন্ড।

ব্যাস কাজ শেষ,,।

বড় ও ছোট ভাইয়ারা,,,পোস্টি লিখতে আমার হাত ব্যাথা হয়ে গেছে তাই কপি করলে ক্রেডিট দিতে বুলবেন না।।

সম্পূর্ণ ক্রেডিটঃ @Maruf