আসসালামুআলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের পোষ্ট এন্ড্রোয়েড মোবাইলে কিভাবে আনলিমিটেড Gmail একাউন্ট খুলবেন। এই বিষয়ের পোষ্ট যদি আগে কেউ করে থাকেন তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনেক খুজেও পাইনি সেজন্য করলাম।
চলুন কাজ শুরু করি,
প্রথমে আপনার ফোনের Setting এ যান। তারপর একটু নিচে গিয়ে Add Account এ যান
তারপর Google এ যান
এবার Create New Account
তারপর আপনার First Name, Last name দিয়ে Next এ ক্লিক করুন।
তারপর আপনার জন্মদিন এবং Gender দিয়ে আবার Next এ ক্লিক করুন।
এবার আপনার জিমেইল এড্রেস (username) দিয়ে আবার Next এ ক্লিক করুন।
তারপর নিচের মতো নাম্বারের বক্স আসলে আপনি Skip এ ক্লিক করুন। তাহলে আর নাম্বার দিতে হবেনা। এমনিই একাউন্ট খুলে যাবে।
ব্যস কাজ শেষ। এখন আপনি যেকোনো ব্রাউজারে gmail লগিন করতে পারবেন। এভাবে যত খুশি জিমেইল খুলতে পারবেন।
এটা ১০০% কার্যকরী। পোষ্ট করার আগেও আমি খুলেছি। আপনার ফোনে না হলে অন্য ফোনে ট্রাই করুন হবে।
কারো বুঝতে অসুবিধা হলে মন্তব্য করুন ; সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ।