Site icon Trickbd.com

সেকেন্ডহ্যান্ড Android set কেনার আগে করণীয় by→[ jubaer hasan Raj ]

Unnamed

আসসালামু আলাইকুম

প্রিয় বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো। এবং আমার জন্য দোয়া করবেন…….

আমার মত আনেকেই অনেকেই আছেন যারা অ্যান্ড্রয়েড ফোনের প্রতি একটু দূর্বল 🙂 ।

কম দামে উচ্চমানের ফোন হলে কথাই নাই,
আগে ফোন পরে খাওয়া দাওয়া।
তাই আমার মত এখানে যারা অ্যান্ড্রয়েড পাগলারা আছেন এই পোষ্ট তাদেরকে উৎসর্গ করলাম।
১. সেটের ওয়ারেনটি ডেট চেক করতে হবে যদি
থাকে।
২. সেটের IMEI 1: ও IMEI2: code ,,box এর
সাথে মিলাতে হবে (*#06# ডয়াল করলে তা

দেখাযাবে)
৩. সব সেন্সর ঠিক কিনা তা চিক করতে হবে।মুলত সেন্সর নষ্ট হওয়ার পরই মানুষ তার সেট বিক্রি করে দেয়,,,

৪. এর জন্য Google play store থেকে Android sensor box appটি download
করে রাখবেন। এটি দিয়ে সব sensor চেক করতে

পারবেন।
৫. bluetooth ঠিক আছে কি না তা চেক করুন
(android sensor box apps টি তার
মোবাইলে পাঠান।এক কাজজে দুই কাজ:) )
৬. কল করে দেখুন ও handsfree করে দেখুন ৭.mp3 file চালান speaker চেক করুন
৮. battery কত mega harz তা দেখুন মনমত
হলে কিনুন।
৯.Andrio version কত ও updateable কত
টুকু তা দেখুন মনমত হল কিনবেন
১০.seller কে জিগেষ করবেন কেন সে sell করতে চায়,,যদি বলে আমার আরো ভাল মোবাইল আছে তাই এটা সেল করছি ওটাই আপনার জন্য ভাল হবে ::)

আর কিনতে যাওয়ার আগে সেটের full phone sspecifications …net a search করে দেখে যাবেন।

আর দুরে কোথাও সেট কিনতে যাওয়ার সময়ে আরো এক জন নিয়ে যাবেন

help me!……..help me!….help me!…..

ফ্রিতে hostig…. এবং domain……

থেকে সুরু করে কি ভাবে trickbd এর মত সাইট খুলবো এবং কিভাবে পোস্ট করবো কাউকে টিওনার দিবো কি ভাবে,,,,,, সমস্ত কাজ পাট -১.২.৩.৪.৫.৬.এভাবে সাজিয়ে পোস্ট করবেন কেউ?