Site icon Trickbd.com

[New] DCIM এর পূর্ণরূপ এবং Camera দিয়ে তোলা ছবির জন্য এর ভূমিকা – by Zunayed #81z0002

Unnamed

সালাম সবাইকে।

.
টাইটেল দেখেই বুঝে গেলেন তেমন একটা জরুরী পোস্ট নয়। হঠাৎ মাথায় আসলো তাই লিখলাম।
.
কখনো কি চিন্তা করেছেন, Android এ ক্যামেরাই তোলা ছবি DCIM নামক আজগুবি ফোল্ডারে কেন যায়? এর কারণ DCIM এর পূর্ণরূপে নিহিত যা হল- Digital Camera IMages. কনফিউশান অর্ধেক শেষ তাহলে !
.
এখন আসি অন্য পয়েন্টে। DCIM ফোল্ডারের ভেতর সাধারণত Camera আর 100ANDRO নামক ফোল্ডার থাকে। 100ANDRO ফোল্ডারটি নির্ধারণ করে ছবির ফরম্যাট এবং রিনেম। এর প্রথম তিন ডিজিট সংখ্যায় যা ফোন বিশেষে 100 থেকে 999 পর্যন্ত হতে পারে। আর ANDRO হল Android এর সংক্ষিপ্ত রূপ। অন্যান্য অপারেটিং সিস্টেম এর ক্ষেত্রে তা ঐ অপারেটিং সিস্টেমের নামের প্রথম পাঁচ অক্ষর সংবলিত হয়। যেমন: 100iPHON.
.
প্রথম তিন ডিজিট আসলে ছবির নামের প্রথম তিন অক্ষর নির্দেশ করে। যেমন: IMG_****** যেখানে ****** ছবি তোলার ডেইট।
.
.
আশা করি বেসিক গুলা ক্লিয়ার হয়েছে। বেশি লিখতে পারলাম না কারণ ফোন ব্রিকড।
সবাই ভাল থাকবেন। 🙂