Site icon Trickbd.com

[TWRP]এবার আপনার MTK স্মার্টফোনে ফ্লাস দিন PC ছাড়াই [with Screenshots]

Unnamed

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন—?
আজ স্বাধীনতা দিবসে এলাম একটি অনেক গুরুত্বপুর্ন পোষ্ট নিয়ে—–
পোষ্টের হেডলাইন দেখে হয়তো বুঝতে পেরেছেন কি বিষয়ে পোষ্ট।।।

তো শুরু করা যাক
ফ্ল্যাশ দেওয়ার আগে কিছু কথা…
আমরা অনেকেই ফোন Root করার পর বেশি বেশি ঘাটাঘাটি করার জন্য ফোনের অনেক System এর ক্ষতি করে ফেলি…. যার ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়.. যেমন আমি একবার আমার ফোনের স্টক Dailer.apk টাই আনইন্সটল মেরে দিয়েছিলাম যার ফলে আমার ফোনের নেটওয়ার্ক এর লাইনই হারিয়ে গিয়েছিল।।।।
তো এরকম সমস্যা হলে আমাদের মোবাইল অপারেটর এর দোকানে কিংবা কাস্টমার কেয়ারে যেতে হয়… যার ফলে কম করেও ২০০ টাকা তো যায়ই…আপনার যদি পিসি থাকে তাহলে তো আপনি নিজে নিজেই ফ্ল্যাশ দিতে পারবেন… আর যদি না থাকে তাহলে এই টিউন টি আপনার জন্যই….
তো কথা বাড়িয়ে লাভ নেই

প্রথমে এই ফ্লাস দেওয়ার জন্য আপনার ফোনে TWRP Recovery Install দেওয়া থাকতে হবে এবং আপনার ফোনের চিপ্সেট MTK অর্থ্যাৎ Mediatek হতে হবে
.
১-তো প্রথমে Google এ সার্চ দিয়ে আপনার ফোনের স্টক রম টা ডাউনলোড করুন। স্টক রম টা Zip ফাইলে থাকবে। Extract করুন।ভেতরে এরকম ৭ থেকে ৮ টা ফাইলস পাবেন
>


.
এদের মধ্যে আমাদের শুধু Firmware ফোল্ডার টা লাগবে।
২-এবার আপনি আপনার ফোনের Recovery Mod এ যান। যাদের TWRP Recovery আছে তারা তো যানেনই যে কিভাবে রিকভারি মুডে যেতে হয়—-।
৩-এবার INSTALL এ ক্লিক করুন


৪-INSTALL IMAGE এ ক্লিক করুন

,
৫-এবার আপনি আপনার Extract করা স্টক রমের ফোল্ডারে যান


৬-Frimware ফোল্ডারে গিয়ে System.img ফাইলে ক্লিক করুন


৭-এবার System Image সিলেক্ট করেSwipe করুন।


৮-দেখুন ফ্ল্যাশ শুরু হয়ে যাবে


১থেকে ২ মিনিট সময় লাগবে। সমস্যা নেই অপেক্ষা করুন ।। ফ্ল্যাশ কম্পলিট হলে রিবুট করুন। রিবুট করে দেখুন আপনার ফোন একদ্ম নতুনের মতো হয়ে গেছে
.
.
আশা করি সবাই বুঝতে পেরেছেন।।।
না বুঝলে কমেন্টে যানাবেন।।