Site icon Trickbd.com

এখন থেকে আপনার Computer এর মাউসের কাজ সমপন্ন করুন Android দিয়ে।

Unnamed

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আসা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। ভাল থাকবেন না কেন? আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি দারুণ একটি টি্রিক নিয়ে শুধু মাত্র ট্রিকবিডিতে। আসুন দেখি আজ আপনাদের জন্য কিছু দিতে
পারি কি না!

আপনি বিছানায় শুয়ে শুয়ে আরাম করে একটি
মুভি দেখছেন হটাথ করে দেখলেন ফেসবুকে
কেউ আপনাকে ম্যাসেজ দিয়েছে বা কোন
জরুরী মেইল এসেছে, তখন কি করবেন? আপনার
এতো শাধের আরাম হারাম করে বিছানা
থেকে উঠে যেয়ে মেইল চেক করে তারপর
আবার আরাম করবেন? স্বাভাবিক ভাবে কিন্তু
আমরা সেটাই করে থাকি। তবে কেমন হতো
যদি বিছানায় বসে দূর থেকে ল্যাপটপ বা
ডেক্সটপ পরিচালনা করায় যেত।

কথা শুনতে একটু কেমন কেমন লাগলেও বাস্তবে
কিন্তু সম্ভব। এখন প্রশ্ন আসবে কিভাবে?

তবে চলুন দেখি বিস্তারিত-
কাজটি করতে আপনার দরকার হবে একটি
স্মার্টফোন এবং রিমোট মাউস নামের একটি
অসাধারণ অ্যাপ।

স্টেপ ১

স্টেপ ৫

স্টেপ ৬

সব গুলো কাজ ঠিক মতো করার পরে দেখবেন
পিসির মাউস নেভিগেশন আপনার

স্মার্টফোনে চলে এসেছে।

### রিমোট মাউস অ্যাপটি অনেকটাই
ম্যাকবুকের টাচপ্যাডের মতো কাজ করে।
একটি আঙ্গুল দিয়ে টাচ করলে লেফট ক্লিক
আর ২টি আঙ্গুল দিয়ে একসাথে টাচ করলে
রাইট ক্লিকের কাজ করবে। চাইলে ইচ্ছা মতো
সেটিং করে মাউসের গতি কম বেশী করে
নিতে পারবেন। আবার ইচ্ছা করলে পিসি
সার্টডাউন’ও করতে পারবেন। এককথায়
অরিজিনাল মাউসের বিকল্প।
আমি অন্যতম অলস প্রকিতির মানুষ তাই আমার
কাছে অ্যাপটি অসাধারণ মনে হয়েছে। যারা
আমার মতো চরম অলসতায় ভুগছেন তাদের
হয়তো কাজে লাগবে এটি।

ধন্যবাদ সবাই ভাল থাকবেন। 🙂