- কেমন আছেন সবাই?
আশা করি ভালো
আজ আমি জানাবো কিভাবে আপনি জানবেন আপনার ফোনটি আসল নাকি নকল
আপনার স্মার্টফোনটি আসল নাকি নকল তা বুঝবেন কীভাবে? সহজেই জেনে নেয়া যায় স্মার্টফোন আসল নাকি নকল। এজন্য কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে। জেনে নিন কীভাবে ফোনটি পরীক্ষা করবেন।
প্রথম ধাপ
প্রথমে আপনার স্মার্টফোনের প্লেস্টোরে গিয়ে Antutu Officer অ্যাপটি ডাউনলোড করবেন। আর যদি ঝামেলা হয় অথবা নতুন ফোন কিনতে যান তাহলে সাথে করে antutu officer অ্যাপটি শেয়ারইটের মাধ্যমে অন্য ফোন থেকে নিয়ে নিন।
দ্বিতীয় ধাপ
এইবার আপনি আপনার কম্পিউটার অথবা অন্য যে একটা ফোন আছে সেইটাতে গুগল ক্রোম এ লিখুন http://www.y.antutu.com তাহলে দেখবেন একটা কিউয়ার (QR) কোড আসবে।
তৃতীয় ধাপ
এইবার আপনার যেফোনে Antutu Officer ডাউনলোড করছেন মানে যেইটা চেক করবেন আসল নাকি নকল, সেখানে ডাউনলোড করা অ্যাপটা ওপেন করে Start এ ক্লিক করুন। তাহলে দেখবেন আপনার অন্য ফোন অথবা কম্পিউটারে যে কিউয়ার কোডটি আছে তা স্ক্যান করার জন্য ক্যামেরা ওপেন হয়ে যাবে।
চতুর্থ ধাপ
এইবার কম্পিউটারে প্রদর্শিত কোডটি স্ক্যান করুন। তাহলে দেখবেন কিছুক্ষণ অপেক্ষা করার জন্য বলবে। কিছুক্ষণ পরে আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন।
আরো টিপস ও ট্রিক পেতে ভিজিট করুন Shikhobd.com – এ
ভালো থাকুন ট্রিকবিডির সাথেই থাকুন