Site icon Trickbd.com

[Request Post] যাদের যেকোনো Apps এ ডুকলে “Unfortunately (apps name) has been stopped” দেখায় তারা সমাধান নিয়ে নিন। by- Raju

Unnamed

আদাব/নমস্কার জানাচ্ছি আমার হিন্দু এবং মুসলমান ভাইদের। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন ☺। আপনাদের অশেষ কৃপায় আমিও ভালো আছি ☺.

আজ আমি একটা Request Post শেয়ার করতে যাচ্ছি সেটার শিকার আপনারা সকলেই হয়েছেন।

অনেকদিন ধরে আপনি একটা ভালো সফটওয়ার চালাচ্ছেন। কিন্তু হঠাৎ দেখা গেলো যে “Unfortunately (Apps Name) Has Been Stopped”

আজ আমি এটার সমাধান নিয়ে আসলাম শুধু তাদের জন্য যারা জানেন না।

তাহলে চলুন শুরু করা যাকঃ-

প্রথমে আপনি আপনার মোবাইলের “Setting” এ যান।

“Search” Button এ লিখুন “Apps & app data” এইটায় ডুকুন।

“Internal storage” এ click করুন।

একটু নিচে দেখুন লেখা আছে “Cache Data”

OK চাপুন।


এখন “Apps” লেখাতে ডুকুন

আপনার যেই সফটওয়ার এ “Unfortunately apps has been stopped” দেখাতো সেটায় ডুকুন।

Clear Data & Clear Cache করে দিন।

Home Button চেপে বের হয়ে আসুন।

এবার দেখুন আর দেখাচ্ছে কি না “Unfortunately apps has been stopped”

যদি দেখায় তাহলে Google Playstore এ গিয়ে টাইপ করুন “App Cache cleaner”
এবার এটা ইন্সটল করুন।

ইন্সটল করা হয়ে গেলে এবার ডুকুন এপ্সটাতে এবং আপনার Administrator Permission চাইবে।

অন করে দিন।

এবার দেখবেন আপনার cache full হওয়া সফটওয়ার গুলো দেখাবে।

এখন আপনি Clear All করে দিন।

ব্যাস কাজ শেষ।

এবার দেখুন ঐ এপ্সে ডুকে আর সমস্যাটা দেখায় কি না।

যদি দেখায় তাহলে আপনি Google Playstore এ গিয়ে সেই সফটওয়ার এর নাম লিখে সার্চ করুন।

যদি সফটওয়ার না আসে তাহলে এই এপ্স এর আশা বাদ দিয়ে দিন এবং শেষে Uninstall করে দিন।

ধন্যবাদ।

যদি কাজ হয় তাহলে একটা ধন্যবাদ দিয়ে উৎসাহ দিবেন। আপনার একটা মূল্যবান মন্তব্য আমাকে আরো ভালো টিউন দেওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে।