২জি ও ৩জি এখন অনেকটাই পিছিয়ে
পড়েছে৷ যুগের সঙ্গে তাল মিলিয়ে
এখন ৪জি’র রমরমা৷ কিন্তু অনেক
স্মার্টফোনেই ৪জি সিম সাপোর্ট করে
না৷ ৪জি VoLTE পরিষেবা পেতে
মোটা অংকের অর্থ খরচ করে কিনতে হয়
দামী স্মার্টফোন৷ এবার সেই মুশকিল
আসান করে দিল Ziox৷ অবিশ্বাস্য কম
দামে ৪জি VoLTE স্মার্টফোন বাজারে
আনল এই মোবাইল সংস্থা৷
সোমবারই বাজারে এল Ziox QUIQ Flash 4G
হ্যান্ডসেটটি৷ তবে এখনই কোনও
মোবাইলের আউটলেটে এই সেট পাবেন
বসেই হাতে পাবেন এই সস্তার
মোবাইল৷ এবার চটপট দেখে নিন
মডেলটিতে কী কী ফিচার রয়েছে৷
* মডেলটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার
হল এতে 4G VoLTE-র পাশাপাশি ২১টি
ইন্ডিক ভাষাও সাপোর্ট করে৷
* কালো ও শ্যাম্পেন, এই দুই রঙের
মডেলটি অনলাইনে পাওয়া যাচ্ছে৷
* ৫ ইঞ্চি FWVGA ডিসপ্লে বিশিষ্ট
স্মার্টফোনটি ১.৩ গিগাহার্ৎজ
কোয়াড কোর প্রসেসর যুক্ত৷
* রয়েছে ১ জিবি ব়্যাম এবং ৮ জিবি
ইন্টারনাল মেমোরি৷ মাইক্রো এসডি
কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত
মেমোরি বাড়িয়ে নেওয়ার সুবিধাও
রয়েছে৷
* ২৪৫০mAh ব্যাটারি যুক্ত ফোনটি
করা যাবে৷
* সস্তার মডেলটির ক্যামেরাও নেহাত
খারাপ না৷ ৫ এমপি রিয়ার ক্যামেরায়
রয়েছে ফ্ল্যাশ৷
* ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেলের৷
সূত্র: সংবাদ প্রতিদিন