Site icon Trickbd.com

আনলিমিটেড Cloud Storage ব্যবহার করুন সম্পূর্ণ ফ্রিতে

আসসালামু আলাইকুম।

আশাকরি সবাই অনেক ভালো আছেন। আধুনিক প্রযুক্তির যুগে আমরা সবাই আমাদের সকল গুরুত্বপূর্ণ ডাটাগুলো সংরক্ষণ করার চেষ্টা করি। কারণ বর্তমান সময়ে আমাদের সকল ডেটা সংরক্ষণ করার গুরুত্বপূর্ণ অনেক কারণ থাকে অথবা আমাদের ডেটাগুলো সহজেই দূরের কোথায় শেয়ার করার জন্য ডেটা স্টোর করা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। মনে করুন, আপনার পিসিতে অনেকগুলো ফাইল আছে যেগুলো আপনি বর্তমানে সরাসরি অ্যাক্সেস করতে পারবেন না এমনকি বর্তমানে আপনি এমন কোথাও আছে যেখানে আপনার কাছে আপনার সেই পিসিটি নেই। এই ধরনের সমস্যার সমাধানে একমাত্র উপায় হচ্ছে ফ্রি ক্লাউড স্টোরেজ। অথবা অনলাইনের এমন কোনো বিশ্বাস যোগ্য স্টোরেজ যেখানে আপনার সমস্ত ডেটা নিরাপদ থাকবে।

ফ্রি ক্লাউড স্টোরেজ কী?

ফ্রি ক্লাউড স্টোরেজ হলো একটি অনলাইন স্টোরেজ সেবা, যেখানে আপনি বিনামূল্যে আপনার গুরুত্বপূর্ণ ডেটাগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন। অনেকেই এই ফ্রি ক্লাউড স্টোরেজ সম্পর্কে সন্দেহভাজন হতে পারেন, কিন্তু ফ্রি ক্লাউড স্টোরেজ আপনার ডেটার সর্বোচ্চ সুরক্ষা প্রদান করবে। ফ্রি ক্লাউড স্টোরেজ আপনার ডেটাগুলো অনেক গুরুত্বসহকারে সংরক্ষণ করে রাখবে। ক্লাউড স্টোরেজে তাদের ইউজারদের সুবিধার জন্য তারা তাদের অনলাইন স্টোরেজ ফ্রিতেই প্রদান করে থাকেন।

ক্লাউড স্টোরেজের সুবিধাগুলো কী?

ক্লাউড স্টোরেজ ব্যবহার করলে আপনি আপনার ডেটা অথবা গুরুত্বপূর্ণ ফাইলগুলোর জন্য একাধিক সুবিধা পাবেন। এর কিছু সুবিধা হলো:

Unlim অ্যাপ ব্যবহার করে আনলিমিটেড ক্লাউড স্টোরেজ

এখন আপনাদের দেখাবো কীভাবে Unlim অ্যাপটি ব্যবহার করে আনলিমিটেড ক্লাউড স্টোরেজ পাওয়া যাবে।

১. প্রথমে Play Store থেকে Unlim অ্যাপটি ইন্সটল করুন।

২. তারপর আপনারা লগ-ইন অপশনে আপনাদের কান্ট্রি কোডসহ আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের নম্বরটি দিয়ে দিন। যদি আগে থেকেই একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে নতুন করে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নিন।

৩. এবার আপনারা আবারো Yes অপশনে ক্লিক করুন।

৪. তারপর একটু লোডিং হবে আপনারা অপেক্ষা করবেন। এবার আপনাদেরকে কোড দিয়ে ভেরিফাই করতে বলবে। কোডটি আপনারা পাবেন আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে। কোডটি নেওয়ার জন্য আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে যান।

৫. এবার আপনারা টেলিগ্রাম থেকে আপনাদের ভেরিফিকেশন কোডটি কপি করে নিন। তারপর আবারো চলে যান Unlim Cloud Storage অ্যাপটিতে। তারপর এখানে আপনাদের কোডটি দিয়ে ভেরিফাই করে নিন।

৬. এবার আপনাদের Unlim অ্যাপের মেইন ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখান থেকে আপনারা আপনাদের ফোনের স্টোরেজ পারমিশন দিয়ে দিবেন।

৭. তারপর এখানে Upload ক্লিক করে আনলিমিটেড ফাইল আপলোড করতে পারবেন।

বন্ধুরা, এখানে ফাইল আপলোড করার কোনো নিদিষ্ট লিমিট নেই। আপনার যত খুশি, আপনি যত চান ততোগুলো ফাইল এখানে আপলোড করতে পারবেন। আপনার সব ফাইল সর্বোচ্চ সুরক্ষিত থাকবে। এতে আপনার টেলিগ্রাম অ্যাপের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা চলুন এবার আমরা Unlim ক্লাউড স্টোরেজ সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেই।

Unlim ক্লাউড স্টোরেজের সুবিধা:

Unlim ক্লাউড স্টোরেজের সবচেয়ে বড়ো সুবিধা হলো এর আনলিমিটেড স্টোরেজ। আপনি এই স্টোরেজ যত খুশি ততো ব্যবহার করতে পারবেন। Unlim ক্লাউডের আনলিমিটেড স্টোরেজের জন্য আলাদা করে আপনাকে কোনো অর্থ প্রদান করতে হবে না। এছাড়াও Unlim ক্লাউড স্টোরেজের বিশেষ কিছু সুবিধা রয়েছে৷ ক্লাউড স্টোরেজের সুবিধাগুলো নিম্নে উল্লেখ করা হলোঃ

এই সমস্ত প্রিমিয়াম ফিচারগুলো Unlim ক্লাউড স্টোরেজের একদম ফ্রিতেই উপভোগ করতে পারবেন। তাই আর দেরি না করে এখনই ব্যবহার করা শুরু করতে পারেন।

Unlim অ্যাকাউন্ট কতটা সুরক্ষিত?

Unlim ব্যবহার করায় অ্যাকাউন্টের ক্ষতি হয়েছে এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় নাই। তবে আপনি যদি নিজেকে আরো বেশি সেইফ রাখতে চান, তাহলে আলাদা একটি নাম্বারে Unlim অ্যাকাউন্ট করে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনি সবদিক থেকেই সুরক্ষিত থাকবেন। এছাড়াও Unlim অ্যাকাউন্ট অনেক বেশি সুরক্ষিত, আপনি চাইলে নিশ্চিন্তে Unlim অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন।

 

তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পোস্ট, কীভাবে একদম ফ্রিতেই আনলিমিটেড ক্লাউড স্টোরেজ নিবেন! আশাকরি পোস্ট টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ