আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন।
আমাদের অনেকের ধারণা Android এর ফন্ট চেঞ্জ করতে হলে ফোন রুট থাকা লাগে। কিন্তু আমাদের ধারণা ভুল।
কোন প্রকার রুট ছাড়াই ফোনের ফন্ট চেঞ্জ করতে পারবেন। আজ আপনাদের সেই উপায় দেখাব।
তো চলুন শুরু করা যাক।
প্রথমে Google Play Store থেকে GO Launcher এবং GO Launcher Fonts এপ্স ইন্সটল করে নিন।
এবার Go Launcher Font এপ্সটি ওপেন করুন। এপ্সটি থেকে আপনার পছন্দ মতো Font ডাউনলোড করে নিন।
ডাউনলোড হয়ে গেলে,এপ্স থেকে বেরিয়ে আসুন। এবার Go Launcher এপ্সটি ওপেন করুন। এপ্স এর কোনায় দেখুন Menu লিখা আছে। ওখানে ক্লিক করে Go Settings এ ক্লিক করুন।
এবার যে পর্দা আসবে ওখান থেকে Preference এ যান। এবার Font এ ক্লিক করুন।
এবার ওখানে ফন্ট লিস্ট দেখতে পাবেন।যদি আপনার ডাউনলোড করা ফন্ট ওখানে না থাকে তাহলে Scan Font এ ক্লিক করুন। দেখবেন আপনার ডাউনলোড করা ফন্ট শো করবে। এবার ফন্টটি সিলেক্ট করুন। এপ্স থেকে বেরিয়ে আসুন।
প্রয়োজন হলে ফোন রিস্টার্ট দিন। দেখবেন ফোনের ফন্ট চেঞ্জ হয়ে যাবে।
কোন সমস্যা হলে টিউমেন্ট করুন।
TrickBD.com এর সাথেই থাকুন