Site icon Trickbd.com

[Power Bank] পাওয়ার ব্যাংক কিনার পূর্বে এই ৫টি বিষয় নিশ্চয়ই দেখবেন।

পাওয়ার ব্যাংক কিনার পূর্বে এই ৫টি বিষয় নিশ্চয়ই দেখবেন।

১) কত mAh-এর কিনছেন: আপনার ফোন বা ট্যাবের ব্যাটারির ক্যাপাসিটি দেখে তবে পাওয়ার ব্যাঙ্কের ক্যাপাসিটি ঠিক করুন। নিদেন পক্ষে দ্বিগুণ ক্যাপাসিটি হলে ভালো। তার বেশি হলে আরও ভালো। ধরে নিন যদি আপনার ফোনের ব্যাটারি ২০০০ mAh হয় তবে পাওয়ার ব্যাঙ্কের ক্যাপাসিটি ন্যূনতম ৪০০০ mAh হতে হবে।
২) মাল্টিপল চার্জিং অপশন: এক সঙ্গে একাধিক চার্জিং পয়েন্ট রয়েছে কিনা দেখে নিন। অনেক সময় একটি USB পোর্ট খারাপ হয়ে গেলে অন্যটি দিয়ে কাজ চলবে। আবার চাইলে একসঙ্গে একাধিক ডিভাইসও চার্জ করতে পারবেন।
৩) ব্র্যান্ড দেখে কিনুন: যে জিনিস বেশি দিন ব্যবহার করবেন বা অন্যভাবে বললে বারবার পাল্টাবেন না, তা ব্র্যান্ড দেখে কেনাই ভালো। প্রথমত ওয়্যারেন্টি পাবেন। দ্বিতীয়ত বেশি ভরসাযোগ্যও হবে। কমদামি পাওয়ার ব্যাঙ্কে বেশিরভাগ ক্ষেত্রে কমদামি ব্যাটারি ব্যাবহার করা হয়, যা আদপে আপনার ফোনের ক্ষতি করে।
৪) পলিমারই ভরসাযোগ্য: বর্তমানে প্রধানত ২ ধরনের ব্যাটারি দেখা যায়। একটা লিথিয়াম-আয়ন, অন্যটা লিথিয়াম-পলিমার। বিশেষজ্ঞদের মতে, চার্জ বেশিক্ষণ ধরে রাখা, দ্রুত এবং সঠিক চার্জিংয়ের ক্ষেত্রে পলিমার ব্যাটারি বেশি ভরসাযোগ্য হয়।
৫) সুরক্ষার বিষয় মাথায় রাখুন: কমদামি পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে। অনেকেরই অভ্যাস থাকে রাতে শোয়ার আগে পাওয়ার ব্যাঙ্ক চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়া। সেটা থাকলে ত্যাগ করুন। এতে ব্যাটারির ক্ষতি তো হয়ই, সঙ্গে বেশি চার্জ হওয়ার জন্য অনেক সময় বিস্ফোরণ হতে পারে। তাই ব্র্যান্ডেড এবং সার্কিটযুক্ত পাওয়ার ব্যাঙ্ক কেনা সব সময় গুরুত্বপূর্ণ। আপনার ফোনের জন্য তো বটেই তার সঙ্গে আপনার জন্যেও।

এটা পূর্বে প্রকাশিত হয়েছে এই পেজেঃ WOWTURN

তাই নতুন সব টিপস পেতে পেজে লাইক দিতে ভুলবেন না।

ভাল থাকুন এবং ট্রিকবিডির সাথে থাকুন। খোদাহাফেজ।