Be a Trainer! Share your knowledge.
Home » Android Tips » যেভাবে Pattern Lock এর Dot গুলো হাইড করবেন। [Xposed Module]

যেভাবে Pattern Lock এর Dot গুলো হাইড করবেন। [Xposed Module]

আজকের ট্রিকটার মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনের Pattern Lock এর ডট গুলো Hide করা যায়।(যারা জানেন না তাদের জন্য) এর মাধ্যমে আপনি আপনার ফোনের Security আরো বাড়াতে পারবেন।

 

কি কি পরিবর্তন হবেঃ

১. আপনার ফোনের Pattern Lock এর Dot গুলো Hide হয়ে যাবে।

২. Dot গুলো Hide হয়ে গেলে আপনি শুধু যে দিক দিয়ে টাচ করবেন সেদিক দিয়ে লাইন দেখা যাবে। আপনি যদি আপনার ফোনের Settings এর Security থেকে Make Pattern Invisible অপশন টিতে চাপ দেন, তাহলে অই দাগটাও আর দেখা যাবেনা। (বিঃদ্রঃ এখানে আপনি কিন্তু Dot গুলো দেখতে পারবেন না। তাই আমার মনে হয় Pattern Vissible থাকলেও সমস্যা নাই। এতে দাগ দেখা যাবে।)

 

যা যা প্রয়োজনঃ

১. Rooted Android Smartphone (4.0.3+)

২. Xposed Installer নামক Softwere

৩. XBlast Tools নামক একটি Module যা Xposed Installer এ Activated থাকতে হবে।

 

তো কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। নিম্নের Screenshot গুলো ফলো করুনঃ

১. প্রথমে দেখুন যে আপনার ফোন এ XBlast Tools নামক Module টি Activated আছে কি না? না থাকলে Activate করতে হবে। Activation কার্যকর করতে ফোন Restart করতে হবে।

২. এবার XBlast Tools ওপেন করতে হবে।

৩. একটু নিচের দিকে তাকালে দেখা যাবে যে XLockY নামক একটি Option আছে। সেটিতে ঢুকতে হবে।

৪. এবার XLockY অপশন টি Enable করতে হবে।

৫. একটু নিচের দিকে Scroll করলে দেখা যাবে যে Lockpattern Tweaks নামক একটি আপশন আছে। সেটিতে ঢুকতে হবে।

৬. এবার Invissible Lockpattern নামক Option টিতে Mark করুন।

৭. এরপর ফোনটি Reboot/ Restart দিন।

৮. দেখুন এবার আপনার ফোন এর Pattern Lock এর ডট গুলো হাইড হয়ে গেছে।

এছাড়া XLockY নামক Option এর আরো কিছু কাজ আছে যা আপনার জানা থাকলে উপকার হবেঃ
১. Lockscreen Lock Icon এর মাধ্যমে আপনি Lock icon এর পরিবর্তন করতে পারবেন।
২. Lockscreen Lock Icon Size এর মাধ্যমে আপনি Icon টির Size মনমত করতে পারবেন।
৩. Lockscreen Text Colour এর মাধ্যমে আপনি Lockscreen এ থাকা Text এর রঙ পরিবর্তন করতে পারবেন।
৪. Quick Unlock ফিচার টি activate করলে আপনি যখনি PIN/Password সঠিক দিবেন তখন আপনাকে আর Enter বাটন টি চাপ দিতে হবে না। Automatic Unlock হয়ে যাবে।
৫. আমাদের অনেকের এমন বন্ধু আছে যারা PIN পাসওয়ার্ড আপনি কি রেখেছেন তা ধরে ফেলতে পারে আপনি কিভাবে টাচ করছেন তা দেখেই। Keypad PIN Shuffler নামক Option টি Activate করলে PIN এর Order গুলো পরিবর্তন হবে। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 0 এটি প্রতিবার পরিবর্তন হবে। যেমনঃ 2 4 6 1 3 7 5 9 8 ০ এরকম। তখন আপনি ছাড়া সঠিকভাবে কেউ বুঝতে পারবেনা।
৬. Lockscreen Torch Option টি Activate করলে, Lock Icon এ ডাবল ক্লিক করলে টর্চ জ্বলে উঠবে।
৭. Lockscreen Background option টির মাধ্যমে Lockscreen এর Background পরিবর্তন করতে পারবেন।
৮. Enable Lock Screen Rotatition টি activate করার মাধ্যমে আপনি Lock Screen থাকা অবস্থায় Screen Rotate করতে পারবেন।

বিঃদ্রঃ উক্ত Screenshots গুলো আমার নিজের ফোন থেকে নেয়া। লেখা না বুঝলে Screenshot গুলো ফলো করুন। কাজ অবশ্যই হবে।

আবার পুর্বের অবস্থায় আসতে Invisible Lockpattern থেকে Mark তুলে দিন এবং Restart দিন।

#ভুল গুলো ক্ষমা করবেন।


7 years ago (Apr 28, 2017)

About Author (18)

Tarek
author

Enthusiasts | Web Developer | Digital Creator কিছু জানতে চাই। কিছু জানাতে চাই। Facebook:facebook.com/tarektechtips YouTube : https://www.youtube.com/channel/UCJ0wMKj2DqnfgwMUS2ssodA/videos

Trickbd Official Telegram

20 responses to “যেভাবে Pattern Lock এর Dot গুলো হাইড করবেন। [Xposed Module]”

    • ✌Dibbo✌ Author says:

      শিখানো আর শিখার মাঝে কোন দোষ নেই,
      তবে শিখার সুযোগ সবাই পেলেও শিখানোর সুযোগ সবাই পায় না,
      তার সবাইকে শিখানোর এবং শেখার সুযোগ করার জন্য চলে আসলো
      _>>> bigowap.com
      বি: দ্র : – রেজিস্ট্রেশন করলেই Author

  1. shohag hussain Subscriber says:

    যে সকল Contributor রা আমার মতো, trickbd te post করতে পারতেছেন না, তারা আমাদের সাইডে পোষ্ট করুন, → Tipsall30.ml রেজিস্ট্রেশন করলেই Author

  2. Shabuuru OS Contributor says:

    goodo post

    tnx vai

  3. hridoy10 Contributor says:

    লিং দেন ভাই

  4. legend Contributor says:

    H E L P Please.
    Android Lollipop or MM er kuno Custom rom ache jeta jekuno KK device a cholbe ? Thakle please link diyen.
    TIA.

  5. ✌Dibbo✌ Author says:

    শিখানো আর শিখার মাঝে কোন দোষ নেই,
    তবে শিখার সুযোগ সবাই পেলেও শিখানোর সুযোগ সবাই পায় না,
    তার সবাইকে শিখানোর এবং শেখার সুযোগ করার জন্য চলে আসলো
    _>>> bigowap.com
    বি: দ্র : – রেজিস্ট্রেশন করলেই Author

  6. Mostak Ahmod Author says:

    রানা ভাই,আমার পোস্টগুলো plz রিভিউ করেন,আমি কারো পোস্ট কপি করি না

  7. MD Labu Contributor says:

    আগে থেকেই জানি ভাইয়া

    • Technology Lover Author Post Creator says:

      আমি পোস্টের শুরুতেই বলেছি যে যারা জানেনা তাদের জন্য। Ok!!!

  8. dipak Contributor says:

    Bro Amar Phone Micromax q334 Aami Cwm Recovery Google Pachina, But Aami MTK 6580 Recovery.Img Lollipop 5.1 Peyechi, Amar Phone MTK 6580 Lollipop 5.1 , Ei Recovery Ta Jodi Install Di Taho le kono kharap kichu Hobe Na To???

Leave a Reply

Switch To Desktop Version