Site icon Trickbd.com

[উপকারী টিপস]এক মোবাইল এ একসাথে একই APPS একাধিক চালান ছোট একটি অ্যাপ এর সাহায্যে। (NEW UPDATED)

Unnamed

আসসালামু আলাইকুম।
আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো গুগলের একটি চমৎকার অ্যাপ।

আপনি এর সাহায্যে ২ টা করে এপ্স চালাতে পারবেন ।


Example;
আমাদের অতি পরিচিত একটি গেমস হলো ক্ল্যাশ অফ ক্ল্যানশ।আমাদের অনেকেরি এই গেমের ২ টা বা তারও বেশি আইডি রয়েছে।কিন্তু একটি ফোনে বেশি আইডি খেলতে গেলে বারে বারে গুগল ডিসকানেক্ট করা লাগে।তারপর CONFIRM লিখে অন্য আইডি ঢুকা যায়।এটা একটা বিরক্তিকর ব্যাপার।অনেক সময় এর জন্য ওয়ার অ্যাটাক ও মিস হয়ে যায়।

তাই আমি আপনাদের সামনে এমন একটি অ্যাপ নিয়ে এলাম যার সাহায্যে আর আগের মতো বার বার ক্লিয়ার ড্যাটা বা গুগল প্লে ডিসকানেক্ট দিতে হবে না। একসাথেই একাধিক আইডি খেলা যাবে।
অ্যাপ টির সাইজ মাত্র 5 mb.

কিন্তু সাইজ হিসেবে এর কাজ অনেক চমৎকার।

ডাউনলোড লিংক:

CLICK HERE DIRECT DOWNLOD LINK
Download হয়ে গেলে ইন্সটল করে ওপেন করুন।

আশা করি আজকের এই এপ্সটি আপনাদের খুব ভাল

লাগবে।

অনেকেই হয়ত এমন অ্যাপ ই খুজতেছিলেন।

তাই আজ পেয়ে গেলেন।

যদি কোন সমস্যা হয় আমাকে জানাতে পারেন।

তাহলে আজকে আর নয়। অনেক বক বক করলাম।আজকের মত সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি।ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন ছোটো ভাই হিসেবে। দেখা হবে আগামী টিউনে, অন্য কোন বিষয়/চমক নিয়ে। ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

আল্লাহ্‌ হাফেজ।