Site icon Trickbd.com

[NoRoot][Mega Post] রুট ও কাস্টম রম ছাড়াই বিভিন্ন ফোনের Material স্ট্যাটাসবার ইউস করুন আপনার এন্ড্রয়েড ফোনে – by Riadrox

Unnamed

[NoRoot][Mega Post] রুট ও কাস্টম রম ছাড়াই বিভিন্ন ফোনের Material স্ট্যাটাসবার ইউস করুন আপনার এন্ড্রয়েড ফোনে – by Riadrox

Riadrox is Back


বাণী

## কেমন আছেন সবাই? অনেকদিন পর আসলাম। এ কয়দিন সরি – প্রায় দুইমাস পর ট্রিকবিডিতে আমার পোস্ট। কারণটা, হলো আমার এইচএসসি পরীক্ষা। পরীক্ষা শেষ। এখন হয়ত নিয়মিত আসব।

## তবে বেশি একটিভ থাকবো না। কারণ, আমাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য, বুয়েটের জন্য যুদ্ধের প্রস্তুতি নিতে হবে।
আশা করি এ যুদ্ধে আপনারা আমাকে একটু হলেও সাহায্য করবেন।

## এ দুইমাসে আমি ভেবেছিলাম, ট্রিকবিডি কিছুটা উন্নতি করবে। কিন্তু কই? সেই আগের মতই লো- স্ট্যান্ডার্ড পোস্ট, কমেন্টে স্প্যাম, অজ্ঞ টিউনার ____


যাই হোক পোস্টের দিকে যাই। বরাবরের মতোই আজ পোস্টের প্রথমে থাকবে রিভিও ও স্ক্রিনশট এবই শেষে পোস্টের কার্যপদ্ধতি। তবে এতদিন পরে আসলাম, তাই ভাবতেছি নতুন কিছু করা যাক্।

নতুন কিছু হোক বা না হোক, আজ থেকে আমার প্রত্যেকটা পোস্ট পাবেন সম্পূর্ণ ও বড়। ছোট খাট পোস্ট করাটা বন্ধ করার চেষ্টা করব এই ভেবে যে অন্যান্য টিউনার রা এ থেকে যদি কিছুটা শেখে।


Intro

## আমরা সবাই চাই আমাদের ফোনকে স্টাইলিশ করতে। কি, চাই না??

## অনেকে অনেক স্টাইলিশ লান্চার ইউস করে, কেউ কাস্টম রম ব্যবহার করে, কেউবা Xposed রুট ব্যবহার করে। এসবের মধ্যে সবচেয়ে বড় ঝামেলা হলো অধিকাংশ ক্ষেত্রে ফোনে রুট থাকতে হয়।

## ননরুট ব্যবহারকারীরা অন্য ফোনের নোটিফিকেশন, স্ট্যাটাসবার তাহলে কিভাবে ইউস করবে??

## এখানে অন্য ফোনের বলতে – অন্য Android Version যেমন Marshmallow, Naugat, Lolipop ও ফোন Ui – F2, Samsung Galaxy, HTC Etc

## এ পোস্টে আপনি একটি পেইড এপের মাধ্যমে রুট করা ছাড়াই, বা যাদের অলরেডি রুট করা আছে তারাও বেশ কয়েক ধরনের স্টাটাসবার ইউস করতে পারবেন। সাথে ম্যাটারিয়াল ও ডাইনামিক ইউআই।

## বেশি কিছু বললে বুঝবেন না তাই রিভিও দেখেন।

Introducing — Material StatusBar Pro Apk


Features


★★ 9 Notification Panel Themes and more coming

★ Three theme styles: Lollipop, Gradient and Flat (iOS)
You can choose to have the newest and sweetest theming of colors with a

darker accent,
Or, if prefer use Flat Design to match iOS 9 in terms of aesthetics

★ Notification Panel with different themes
Tablet – ready design

★ Material Design
Feel the vibe of the most exciting design language in every app you go

★ Colorization/ tinting for every app
Tint your experience everywhere you go

★ Notifications
Read your notifications right from your notification panel

★ Brightness slider and Auto-Brightness

★ Color Picker

★ Auto-hide in full screen mode

★ Auto-start when phone powers on

★ Battery Percent

★ 12 and 24 Hour Format

★ Going to have way more features


Screenshots



#########
##
####
#
##


এবার চলুন কাজে নেমে পড়ি —-

## নিচ থেকে ১.৯৯$ মূল্যের এই এপটির লেটেস্ট ভার্সন ডাউনলোড করুন।

Download Link

**** Download Material Status Bar Pro Apk [5mb] ****

## ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করুন আর ওপেন করুন। নিচের ছবির মত একটি বাটন দেখবেন। Enable করুন।

## Accessibility তে যান।

## Material Status Bar Pro – এটা Off করা আছে ঐটার ভিতর যেয়ে অন করুন।

## আবার এপে ফিরে আসুন। উপর থেকে স্টাটাসবার টেনে আনলে বুঝে যাবেন কাজ হইছে।

## টিপসঃ ১) আরও প্যানেল ট্রাই করতে Customize এ যান।

২) আপনি চাইলে Dark / White ইচ্ছামত ফিল্টার করতে পারবেন।

৩) HeadsUp অন করলেও সমস্যা নাই।

বিঃদ্রঃ ফোনে Booster/Cleaner ইউস করবেন না অথবা করলেও WhiteList এ Material Status Bar Pro রাখবেন। যদি মাঝে মাঝে অফ হয়ে যায়, তাহলে Accessibility তে চেক করবেন অফ হয়ে গেল নাকি। এই অফ বুস্টার করে থাকে।

—-*** যদিও ট্রিকটা অনেকের জানা, তবে অনেকদিন পর পোস্ট করলাম তাই সবার কাছে ভাল নাও লাগতে পারে।সেক্ষেত্রে আমার কিছু করার নাই। অনেকে বলে আমি সবকিছু জানি, ফোন এর মাস্টার। তবে আমি বলব, আমি এমন কিছুও নই।
I am still a learner & will be till death – চেষ্টা করে যাব। আপনারা মোটিভেট হতে পারলেই আমার স্বার্থকতা।

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: Riadrox on FB

Exit mobile version