Site icon Trickbd.com

[New] যেভাবে UC Mini দিয়ে Playstore থেকে App ডাউনলোড করবেন। Don’t Miss

Unnamed

কেমন আছেন সবাই? দেখতে দেখতে HSC পরীক্ষা শেষ হয়ে গেল।

আশা করি প্রায় সকলেই Banglalink Free Net চালাচ্ছেন। কিন্তু সমস্যা একটাই যে UC Handler দিয়ে যে Speed পাওয়া যায়,কোনো VPN যেমন Psiphon,Netify ইত্যাদিতে তেমন স্পিড পাওয়া যায়না। তাই Playstore এর App গুলো ইন্সটল করতে অনেক সময় নষ্ট হয়।
TRICKBD তে এর আগে এমন পোস্ট করা হয়েছে কিনা তা আমার জানা নেই। যারা জানেন না শুধু তাদের জন্য।

আসল কথায় আসা যাক:

প্রথমে যে App টি Install করতে চান সেটি Google এ সার্চ করুন। তারপর Page Info হতে Playstore এর Link এর

Package Name

কপি করুন।

এবার https://apps.evozi.com/apk-downloader এই লিংকে যান এবং এখানে

Package Name

Paste করুন।

এবার Generate Download Link এ ক্লিক করুন।

তারপর লোডিং শেষ হলে Click Here To Download এ ক্লিক করুন।


ডাউনলোড করতে অবশ্যই Proxy Site ব্যবহার করুন। যেমন- Hiload.Org,Hideip.Co ইত্যাদি।

বিদ্র: প্রায় সকল Free Appস পাওয়া যায়,Paid Apps পাবেন না। এছাড়া Latest Updated অ্যাপস থাকে না। এক-দুই মাস পরপর Update দেয়।

পোস্ট ক্রেডিট: Minhaz কারণ Minhaz না বললে হয়তো এটা জানতে পারতাম না।

আমার ফেসবুক লিংক