Site icon Trickbd.com

যেভাবে খুজে পাবেন সাইলেন্ট অবস্থাই থাকা নিখজ ফোন।

Unnamed

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন। আসা করি ভাল আছেন। বেশি কথা বলবো না, কাজের কথায় আসি।
আমরা অনেকেই প্রায়ই ঘরের মধ্যে মোবাইল হারিয়ে ফেলি। মোবাইল খোঁজার সহজ উপায় হচ্ছে অন্য কারও ফোন থেকে কল করে দেখে নিয় কোথায় বাজছে আপনার ফোন। কিন্তু যদি ফোন সাইলেন্ট করা থাকে, তাহলে তো গেল। ফোন খুঁজে পেতে বেহাল অবস্থা হয়ে যায়। তো জেনে নিন সাইলেন্ট থাকলেও কিভাবে খুঁজে পাবেন আপনার মোবাইল।

# প্রথমে অন্য কোনও মোবাইল বা কম্পিউটার থেকে গুগল-এর ওয়েবসাইটে যান।
# সেখানে সার্চ বারে লিখুন ‘ফাইন্ড মাই ফোন’।
# তার পর গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করুন।
# নিচের চিত্রের মত নিজের মোবাইলের নাম দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন(CURRENT DEVICE)

# এর পর আপনার ইমেইলের পাসওয়ার্ড পুনরায় দিয়ে continue করেন।

# এবার ‘রিং’ অপশনটিকে সিলেক্ট করুন।

# আপনার ফোন সাইলেন্ট মোডে থাকলেও সেটি ফুল ভলিউমে রিং হতে শুরু করবে। এবং যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে বার করে তার পাওয়ার বাটনটি চেপে ধরছেন, ততক্ষণ ফোন রিং হতেই থাকবে।

এই একই পদ্ধতিতে আপনি আপনার হারানো অ্যান্ড্রয়েড ট্যাব-ও খুঁজে পেতে পারেন। তবে একটাই বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা এই যে, আপনার ডিভাইস থেকে অবশ্যই গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। নাহলে এই পদ্ধতিতে হারানো মোবাইল খুঁজে পাবেন না।

Exit mobile version