Site icon Trickbd.com

Symphony Xplorer W130 – ৫” আইপিএস ডিসপ্লে

Unnamed


কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভাল আছেন।বাংলাদেশের বাজারে Symphony অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। Symphony কোম্পানী বাজারে সুলভ মূল্যে অনেক স্মার্ট ফোন আনছে। সিম্ফনি মোবাইল সম্প্রতি ‘সিম্ফনি ডব্লিউ ১৩০ (Symphony Xplorer w130) মডেলের একটি স্মার্টফোন বাজারে এনেছে। এটি একটি ভালো স্মার্ট ফোন। যার বাজার মূল্য ১০৮০০ টাকা। এছাড়া সিম্ফোনীর আরো মোবাইলের দাম দেখতে ক্লিক করুনsymphony mobile price.আজ আমি আপনাদের Symphony Xplorer w130 সম্পর্কে স্যামান্য কিছু তথ্য প্রদান করব।Symphony Xplorer w130 ৫” ডিসপ্লে সমৃদ্ধ স্মার্টফোন। এটি মোবাইলটি অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেম দিয়ে চালিত। স্মার্ট ফোনটিতে রয়েছে পাঁচ ইঞ্চি মাপের আইপিএস ডিসপ্লে বা মনিটর যাতে বেশ বড় ও ঝকঝকে ছবি দেখা যায়।‘ডব্লিউ ১৩০’ স্মার্টফোনটির রয়েছে দুটি ক্যামেরা আছে।প্রধান ক্যামেরাটি আট মেগা পিক্সেল ও সামনের ক্যামেরাটি দুই মেগা পিক্সেল সম্পন্ন। ক্যামেরায় ফ্ল্যাশ লাইট, কন্টিনিউয়াস সুবিধা রয়েছে।Symphony Xplorer w130 স্মার্টফোনটির উল্লেখযোগ্য ফিচারসমুহ:*.অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট ও এস*.৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে*.৮ মেগাপিক্সেলের ক্যামেরা*.Mali 400 জিপিউ*.১ জিবি র্যাম*.১.৩ গিগাহার্টজ গতির কোয়াড কোর প্রসেসর*.ডুয়েল সীম*.৪ গিগাবাইটের ইন্টারনালমেমোরী*.৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা*.২,০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারীএই মোবাইলে দ্রুত ডাটা প্রসেস করতে ব্যাবহার করা হয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর ও এক জিবি র্যাম। যা মাল্টি-টাস্কিং কাজের জন্য উওম। সেটের স্পীড বেশ ভালো।স্মার্টফোনটিতে আরও রয়েছে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, জি সেন্সর এর সুবিধা । এটি থ্রিজিসাপোর্টেড স্মার্টফোন।এই লেখাটির মাধ্যমে Symphony Xplorer w130 এর অতি সামান্য কিছু প্রয়োজনীয় তথ্য প্রদানের চেষ্টা করা হয়েছে। এই আর্টিকেল টি যদি ইউসফুল মনেকরেন তবে নিচের কমেন্ট বক্স এ আপনার মতামত দিতে পারেন।
.
প্রতিদিন ৩০০-৪০০ টাকা ইনকাম করুন 😉 🙂 😀