আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন।
পোষ্টটি একটু আপডেট করা হয়েছে।
যাদের ফোনে Internet speed miter,Imo,Messenger এ ননা ডোকা ছাড়া Active দেখায় না। accessibility এর 3D Party apps use করতে পারছেন না তারা এই পোষ্টটি দেখেন।
এই সমস্যাই জন্য সাহায্য চেয়ে একটা পোষ্ট করেছিলাম,সিম্পনি, ওয়ালটন কোম্পানিতেও কথা বলেছি, তো কোন কাজ হয়নি।
তো নিজেই রাত ২টায় এর সমাধার বের করলাম।
কাজের কথায় আসি, আমি খুব পড়াশোনার চাপে আছি তাই পোষ্ট করতে পারছিনা।
প্রথমে shortcut maker এপসটি এখান থেকে ডাওনলোড দেন।
অথবা প্লে স্টোর থেকে ডাওনলোড দিন।
এর পর Open করবেন One click এ যাবেন।
স্কিন সর্ট দেখেন:-
1)Open করার পর
Try তে ক্লিক করুন
এবং
২)
এরকম করে দিন
[টিক দুটি তুলে দিন+ ব্যাকগ্রাউন্ড ৮ দিন।]
৩)
phone assistance এ যান >Boot optimizer …
যেগুলো ফোন On করার পর Auto start এর দরকার সেগুলো On করে দিন।[ যেমন:-3rd party Apps]
4)
Power saveing
যেগুলো স্কিন On/ Off. Recent clear করার পরও চালু রাখার দরকার সেগুলো On করে দিন।(যেমন:- Imo,Messenger, Etc)
5)
Note:- Boot Optimizer,Power saveing থেকে যা যা দরকার তাই On করে দিন।
সব On করলে ফোনে চার্জ বেশি ফুরাবে।
আমার কোন Youtube চ্যনেল নেই তাই Wapsite a upload করলাম।
এই পোষ্টি কোথায়ও নেই সো কেডিট দিবেন।
আমার সাইট:TopicZoneBD.Tk
কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আল্লাহ হাফেজ।