Site icon Trickbd.com

[Hot] Android. মোবাইলে নেট কানেক্ট করলে কিছু apps/game আটোমেটিক ডাউনলোড হয়ে যায়?? No Problem, Solution by Mondol OZ

Unnamed

আসসালামু আলাইকুম,,,,,
আশা করি সবাই ভালো আছেন।।

কথা না বলে পোষ্ট এ চলে যাই।

আমরা সবাই এন্ড্রয়েড মোবাইল ইউস করি, কিন্তু আনেকে অনেক সমস্যায় পরি। কিছু কিছুর সলুশন পাই আবার অনেক সলুশন পাই না।

আমিও এটা প্রব্লেম এ ছিলাম, সেটা হলো অটোমেটিক কিছু apk ডাউনলোড হওয়া।

অনেক খুজেও সলুশন পাইনি, অনেকে পেতে পারেন। কিন্তু আমি পাই নি।
তাই আর এই সমস্যা থেকে পরিত্রান পাওয়ার ট্রিক শেয়ার করছি,,,,,

প্রথমে settings এ যান এবং apps এ যান

তারপর All apps এ গিয়ে Search service নামের apps খুজেন

আমি search service disable করে রেখেছি তাই All apps এ থাকার পরিবর্তে Disable এ রয়েছে।

search service পেলে সেটায় ক্লিক করে ঢুকুন এবং Disable করে দিন

এবার All apps থেকে Download Manager এ গিয়ে Data ক্লিয়ার করুন।

দেখুন প্রব্লেম সলভ।

পোস্ট পরে উপকৃত হলে সামান্য ধন্যবাদ জানাতে ভুলবেন না।
আর যদি কাজে না আসে ডিলেট করতে বলুন, করে দিব।

ধন্যবাদ, ভালো থাকবেন।।

Exit mobile version