Site icon Trickbd.com

আন্ড্রয়েড ফোনে কম্পিউটার কিবোর্ড যুক্ত করে বাংলা, ইংরেজি, আরবি…. টাইপ করুন।[রানা ভাই Most See]

Unnamed

“”বিসমিল্লাহির রাহমানির রাহীম””


শুরুতেই বলছি পোস্টটি আমার নয়, আমার এক ভাই পোস্ট টি করেছে কিন্তু Author না হবার কারনে পাবলিশ হয়নি, পোস্টটি ভাল লাগল তাই শেয়ার করছি।


“””** আন্ড্রয়েড ফোনে কিবোর্ড ব্যবহার করতে চাইলে আপনার ফোনটি অবশ্যই OTG supported হতে হবে।


** এবং সেই সাথে একটি কিবোর্ড OTG কেবল থাকতে হবে।


আপনার ফোন OTG সাপোর্টেড নিশ্চিত হবার পর নিচের ধাপগুলো অনুসরণ করুন।


** কিবোর্ডটি OTG কেবলের সাথে সংযুক্ত করুন আর OTG কেবলটি ফোনের সাথে সংযুক্ত করুন।


** যুক্ত করার পর নোটিফিকেশন বারে ‘A’ এর মতো আইকন আসবে। (সব ফোনে আসে না)।


** কিবোর্ড কাজ করছে কি না চেক করার জন্য CAPS LOCK বা NUM LOCK প্রেস করে দেখুন যদি কিবোর্ড এর লাইট গুলো ওন হয় তাহলে বুঝবেন কাজ করছে।


** এবার ফোনের সেটিং থেকে Language and Input এ প্রবেশ করে দেখুন সেখানে / OTG keyboard একটা নতুন অপশন আসছে। সেখানে ক্লিক করুন।
,

,

** এবার up keyboard layout থেকে আপনার প্রয়োজনীয় ভাষা নির্বাচন করে লিখতে থাকুন।
,


,

** এখান থেকে প্রয়োজনীয় ভাষা সিলেক্ট করে নিন।

** বাংলা লিখতে না পারলে কিবোর্ড সংযুক্ত করার আগে রিডমিক এর অভ্র অপশন অন করে রাখুন। তাহলে সরাসরি বাংলা লিখতে পারবেন।

Office Suite বা Word প্রোগ্রামে লেখার
সময় কিবোর্ড এর প্রায়
সকল সর্টকার্ট ই কাজ করে। (cut,copy,past,blood,
undo,redo)


#পোস্ট টির সম্পূর্ণ ক্রেডিটঃ




Abdus Salam
.
User ID: 71966

.

রানা ভাইকে অনুরোধ করব আপনি আব্দুস সালামের পোস্ট গুলো রিভিউ করবেন,যদি ভাল লাগে তাহলে তাকে Author করে ট্রিকবিডির সেবা করার সুযোগ দিবেন।

সৌজন্যেঃAndroid King BD


সবধরনের টেকনোলোজি টিপস পেতে আমাদের
চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
আমাদের চ্যানেলের লিংক।
Android King BD -Subscribe Now

“ধন্যবাদ Android King BD গ্রুপ””

Exit mobile version