আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই, আসা করি ভালই আছেন। আমার ফাইনাল পরিক্ষা চলতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন।
তো চলুন সুরু করা যাক….
আজ আমি আপনাদের সাথে যা ট্রিক শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে কিভাবে একটি অ্যান্ডোয়েড ফোনের যে কোন App locker বা App protector ডিজেবল করবেন। বর্তমানে প্রায় ৮০% অ্যান্ডোয়েড ব্যবহারকারি app protector ব্যবহার করে।
মনে করুন আপনার কাছে আপনার ফ্রেন্ডস না অন্য কার ফোন আছে। কিন্তু App protector দেওয়ার জন্য আপনি ফোনটি ব্যবহার করতে পারতেছেন না। তো চিন্তার কোন কারন নেই আপনি এখন থেকে ব্যবহার করতে পারবেন।
নিচের চিত্রে দেখুন আমি অ্যাপ লক ব্যবহার করতেছি……….
এই অ্যাপ গুলো সাধারণত UNINSTALL বা PORCE STOP করা যায় না।
প্রথমে আপনার ফোনের Power Button চেপে ধরুন।
তারপর Power off অফসনে চেপে ধরুন ( long press)….
তারপর Reboot to safe mode এ ক্লিক করুন।
এখন আপনার ফোনটি Safe mode অন হবে…
নিচের চিত্রে দেখুন অ্যাপ লকটি ডিজেবল হয়ে গেছে।
এখন আপনি সুধু সিস্টেম অ্যাপ গুলো ব্যবহার করতে পারবেন।
পুর্বের অবস্থায় ফিরে আসার জন্য ফোনটি Reboot করুন বা অফ করে অন করুন… ট্রিকটি আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না। তবে আমার মনে হয় কারো না কারো কাজে লাগবে।
যদিও এটি অনেকে জানেন তবে অনেকেই জানে না। যারা জানেন তাদের আন্তরিক ভাবে বলতেছি কেউ বাজে কমেন্ট করবেন না। এই পোস্ট ট্রিকবিডিতে আগে করা হয় নি।
অ্যান্ডোয়েড সম্পর্কিত যে কোন সাহায্যের জান্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার যথাযথ চেস্টা করব।