আস্সালামু আলাইকুম প্রিয় পাঠকগন,নিশ্চয় ভালো আছেন?? যারা ট্রিক বিডির সাথে থাকে তারা সবসময় ভালো থাকে।
আমরা অনেকেই সাধারনত বড় সাইজের গেম খেলি।এবং এ জাতীয় গেম খেলতে হলে data/obb ফাইল internal memory তে রাখতে হয়। কিন্তু বিভিন্ন এপস থাকার কারনে space থাকে না।আবার বিভিন্ন কারনেও জায়গা থাকে না।আবার external memory অনেক বড় হলেও এটাতে data/obb file রাখলে গেম চালু হয় না।
আজকের পোস্ট এ দেখাবো কিভাবে আপনি আপনার internal storage এ রাখা data/obb file গুলো external storage এ রাখতে পারবেন।এটা সম্পূর্ণ আমার লেখা এবং কোনো কপি পেস্ট করা নেই।তারপর ও যদি এরকম পোস্ট কেউ আগে করে থাকে বা কাজ না করে তাহলে জানাবেন।আমি ডিলিট করে দিব।( আমার ১০০% কাজ করে।)
এখন মূল কাজে আসা যাক।প্রথমে একটা app নামাতে হবে
ডাইরেক্ট লিংক : folder mount
যাই হোক, screenshot follow করুন।
বি:দ্র ঃ গেম এ প্রবেশ করার আগে এই এপ টাতে ধুকে টিক দিতে হবে।