اسلام عليكم و رحمة الله
হ্যালো গাইজ! কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর ভালো না লাগলে তো ভালো লাগার ওয়েবসাইট Trickbd আছেই। যেখানে আমরা নিত্যনতুন টিপস এন্ড ট্রিকস পেয়ে যাই।
তো যাই হোক আপনরা ইতিমধ্যে উপরিউক্ত টাইটেল দেখে জেনে গেছেন কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা অনেকেই হয়তো এই সমস্যার সম্মুখীন হই। কিন্তু সমাধানের উপায় পাই না।
আজকের এই পোস্টের মাধ্যমে আপনরা জেনে যাবেন “App not installed” সমস্যাটি কেনো হয় এবং এর সমাধানও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই আর দেরি না করে চলে যাই আজকের টপিকে।
লেটস গো…
App not installed সমস্যা কি?
আমরা কখনো কখনো ফোনে অ্যাপ ইন্সটল করার সময় App not installed লেখাটি ভেসে উঠে। অ্যাপ ইন্সটল হয় না। সাধারণত এই সমস্যাটি হয়ে থাকে, যখন আমরা প্লে স্টোরের বাইরে আউটসাইড থেকে কোন অ্যাপ ডাউনলোড করি। তো, যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন তারা সম্ভবত গুগল সার্চ করেও এর সমাধান পান নি।
App not installed সমস্যা কেনো হয়?
App not installed এর মূল সমস্যা হলো ফোনের আর্কিটেকচার মডেলের। বেশ কয়েক ধরনের আর্কিটেকচার রয়েছে। যা ফোনের ধরন অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে। তাই আপনি যদি App not installed সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তাহলে সর্বপ্রথম আপনাকে ফোনের আর্কিটেকচার মডেল চেক করতে হবে।
কিভাবে ফোনের আর্কিটেকচার মডেল চেক করবো?
আপনার যদি Termux অ্যাপ থেকে থাকে। তাহলে আর্কিটেকচার মডেল চেক করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন।
প্রথমে Termux অ্যাপে লং প্রেস করুন।



এভাবে আপনি ফোনের আর্কিটেকচার চেক করতে পারেন। আপনার যদি Termux অ্যাপ না থাকে তাহলে CPU-Z অ্যাপ দিয়েও চেক করতে পারেন। অ্যাপটির ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হলো।
Download CPU-Z
প্রমাণ দেখুন
আমার ফোনের আর্কিটেকচার মডেল হলো armeabi v7-a, armeabi । এখন আমি একটি অ্যাপ ডাউনলোড করব যা আমার ফোনের আর্কিটেকচারের সাথে মিলে না।

ক্লিয়ার, নাকি কোন ভেজাল আছে
App not installed সমস্যা সমাধানের উপায়
এখন আপনার প্লে স্টোরের বাইরে কোন অ্যাপ ডাউনলোড করা প্রয়োজন। কিন্তু, অ্যাপটি আপনার আর্কিটেকচারের সাথে খাস খাচ্ছে না। এখন আপনার উচিত হলো এপটি প্লে স্টোর থেকেই ডাউনলোড করা । আর যদি , সম্ভব না হয় তাহলে আপনি অ্যাপের অল্ড ভার্সন সার্চ করতে পারেন।এতে আপনি আপনার আর্কিটেকচারের সাথে সামঞ্জস্যপূর্ণ অ্যাপ পেয়ে যেতে পারেন।
oitate Vidmate ebong onno onno 3rd part apps kichutei install korte parini. ami hotash hoye gechi.
apni emon kono solutions din, jate sob আর্কিটেকচার er app paoya jay. othoba convert kora jay, etc…
উপরের স্ক্রিনশট দেখুন একাধিক আর্কিটেকচার দেওয়া আছে। আপনার ফোন যে আর্কিটেকচারের সাথে মিলে সেটি ডাউনলোড করুন।
Ignore cancellation notice.