আশা করি সবাই ভাল আছেন কারন এখন ঈদ চলছে তাই সবাই ঈদের আনন্দ তে মেতে আছেন যাই হোক। এবার
আপনি হয়তো ভাবছিলেন আমার অ্যান্ড্রয়েড ফোনটি যদি কথা বলতে পারত, আমি Dail Pad এ যা লিখি তা যদি বলে দিতে পারত আপনি যদি এরকমি ভেবে থাকেন তাহলে আপনার জন্যই এই টিউন।
এই কাজ টি করার জন্য আপনার যা যা লাগবে
১। Talkback নামের একটি software (যা আপনি Google Playstore এ Talkback নামে search দিলেই পাবেন software টির আকার মাত্র ২ mb । অনেক এর ফোন এ এইটা আগে থেকেই install থাকে )
২। আপনার মোবাইল এ text to speech data install থাকতে হবে। অনেক মোবাইল এ এটা install থাকে । আপনার মোবাইলে আছে কিনা তা দেখার জন্য setting>language&input>text to speech output>google text speech output অথবা অন্য কোনো speech output। থাকলে select করুন। না থাকলে google play store থেকে speak up text to speech অথবা ivona-text to speech hd software টি নামিয়ে নিন।
আপনি যদি হাই কোয়ালিটির voice চান তাহলে Ivona Software টিই download করবেন কারন এর voice natural. যদিও software টি আকার ১৪৫mb।
এই software টি download করার পর open করলে আপনাকে হয়তো এর সাথে আরও একটি Software Download করতে হতে পারে এ ক্ষেত্রে আপনি ঐ ২ mb software টি download করবেন। তারপর আপনি software টি একবার open করবেন then exit করবেন।
কাজের ধারা
২। Talkback software টি install করার পর আপনি settings>accessibility >talkback>on করুন।
বাস আপনার কাজ শেষ। এবার আপনি যা যা করবেন তাই বলে দিবে আপনার ফোন।
আপনি talkback এর settings থেকে এর কাস্টমাইজড ও করতে পারবেন।
OK ভালো থাকবেন আর ভাল টিউমেন্ট করতে ভুলবেন না
আমার সাইট টা ভিসিট করতে ভুলবেন্না