Site icon Trickbd.com

রুট ছাডা যেকোনো গেমের ডাটা এস ডি কার্ড এ রেখে খেলুন।[শুধুমাত্র মার্শম্যালো]

Unnamed

কেমন আছেন সবাই আশাকরি ভালো আছেন।আমি আমার আজকে ২য় তম পোস্ট শুরু করছি।তাহলে শুরু করছি।আমি আজকে শিখাবো কিভাবে এক্সটার্নাল মেমোরিতে যেকোনো গেমের ডাটা রেখে যেকোনো গেম খেলবেন।আমরা আসলে বেসির ভাগ ক্ষেত্রে ইন্টারনাল মেমোরি ব্যবহার করি বড় গেম খেলতে। তবে ইন্টারনাল মেমোরি কম থাকায় অনেক সময় কয়েকটি গেম একসাথে রাখা যায়না।আমি দেখাবো কিভাবে করবেন।

প্রথমে আপনাকে মেমোরিতে থাকা সব ডাটা অন্য জায়গায় রাখতে হবে।কারন এই কাজটি করার সময় আপনার মোবাইলের সব কিছু মুছে যাবে।তাই এই কাজটি করার আগে সাবধান থাকবেন।



শুরু করি:-

প্রথমে মোবাইলের সেটিংয়ে যান।


তারপর স্টোরেজ এন্ড ইউ এস বি তে ক্লিক করুন।

এস ডি কার্ড এ ক্লিক করুন

উপরের ডান পাশের তিনটি ডট এ ক্লিক করুন

সেটিং এ ক্লিক করুন

ফরমেট এস ইন্টারনাল এ ক্লিক করুন।
কাজ শেষ এবার যেকোনো গেম এর ডাটা এসডি কার্ড এ রেখে খেলুন।
আমি এই কাজটি একবার করেছি তাই ২য় বার করলামনা। তবে আপনাদের ট্রিক টা শিখিয়ে দিলাম।
বি:দ্র: এই কাজটি স্যমসাং মোবাইলে হয়না।অন্য সব মোবাইলে হয়।
ধন্য বাদ পোস্ট টি পডার জন্য।